All news

কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বসছে সিসি ক্যামেরা

কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসছে ১২০০ সিসি টিভি ক্যামেরা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাঁচটি ইউনিয়নকে ২০০ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগানগর ইউনিয়নের সেমন্তী কনভেনশন হলে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এতে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের পক্ষে তাঁর সেক্রেটারি বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। চেক গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে কেরানীগঞ্জ উপজেলার বিশাল একটি জনপদ নিরাপত্তার চাদরে চলে আসছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশেই কমে আসবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপমহাপুলিশ পরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম. ই. মামুন। 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই পরিকল্পনা বাস্তবায়নে পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এমডি সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘কেরানীগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে।

কেরানীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেও বসুন্ধরা গ্রুপকে আমরা পাশে পেয়েছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, পুলিশ সুপার আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, সাকুর হোসেন সাকু, সাইদুর রহমান চৌধুরী ফারুক, অধ্যক্ষ এ টি এন বজলুর রশীদ খন্দকার, প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন, বসুন্ধরা গ্রুপের এমডির চিফ প্রটোকল অফিসার মেজর (অব.) মোহসীনুল হাকিম, একান্ত সচিব এম ডি আমিনুল ইসলাম, ফেরদৌস বিন সিদ্দিক, বসুন্ধরা গ্রুপের এমডির সেক্রেটারিয়েট টিমের সদস্য রণিত সেন, মারুফ কাজী ও সোহেল প্রমুখ।

SOURCE : কালের কণ্ঠ