All news

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের জাহাঙ্গীর প্লাজায় বাজুসের জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বাজুস ভোলা জেলা শাখার সভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা দ্বীপক কুমার রায়, সহসভাপতি গোপীনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক অবিনাষ নন্দী, সহ-সম্পাদক খোকন দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাজুসের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বে স্বর্ণ ব্যবসায় এবং স্বর্ণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

তার হাত ধরেই স্বর্ণ ব্যবসা বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল শিল্পে রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশের স্বর্ণ ব্যবসা এবং স্বর্ণ শিল্প বিগত যেকোনো সময়ের চেয়ে উন্নত সুসংগঠিত এবং সমৃদ্ধ। সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বে আগামীতে এই খাত আরো সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। পাশাপাশি বক্তারা এই খাতে বিনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান।

SOURCE : কালের কণ্ঠ