All news

দিওয়ালির রঙে উৎসবমুখর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা

দীপাবলির রঙে উৎসবমুখর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা

শনিবার ছুটির দিন সন্ধ্যা। ভারতীয় শাস্ত্রীয় নাচ আর শাস্ত্রীয় সংগীতের ব্যাকরণগত শুদ্ধতায় মুগ্ধতার চাদরে ঢাকা পড়ল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার তিন নম্বর হল 'রাজদর্শন'। সেই সঙ্গে ছিল এই সময়ের আধুনিক নৃত্য ও সংগীতের পরিবেশনাও। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএবিডি) আয়োজিত দিওয়ালি ফেস্ট ২০২২-এর বর্ণাঢ্য আসরে শিল্পের এ পসরা সাজিয়ে বসেছিলেন ভারতীয় শিল্পীরা।

শিল্পের এই আসরে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অজয় আগল প্রমুখ।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বলেন, ‘ভারতীয় যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর  সদস্যদের আমি অভিনন্দন জানাই। বাংলাদেশে ভারতীয় সংস্কৃতি প্রচারে তারা বিশেষ ভূমিকা রেখে চলেছে। এই কমিউনিটির উন্নয়নের জন্য ভারতীয় হাইকমিশন সব সময়ই কাজ করছে। তারা একটি পরিবারের মতো। ’

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ‘বাংলাদেশে এমন দিওয়ালির আয়োজন সত্যিই চমকপ্রদ। এমন একটি আয়োজনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর আশা করব, এই আয়োজন আপনাদের সবার হৃদয়ে আনন্দ-খুশির উচ্ছলতা বয়ে আনবে। ’

আয়োজক সংগঠনের সভাপতি অজয় আগল বলেন, ‘এই উৎসব সুখ ও সমৃদ্ধির প্রতীক। শহরের অলিগলি সেজে ওঠে আলোর মালায়। রকমারি আলো, প্রদীপ, মোমের আলোর রোশনাইতে চারদিকের অন্ধকার ঘুচে যায়। প্রার্থনা করি এই দীপাবলিতে আপনাদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কেটে যাক। শুভারম্ভ হোক আপনাদের সকলের জীবনে। ’

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত। মিলনায়তনে সুরের মূর্ছনা ছড়িয়ে দর্শক-শ্রোতাদের সুরের বৃষ্টিতে ভেজান ভারতীয় এই মিউজিক সেনসেশন।

সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদযাপনে হেমন্তের সন্ধ্যায় শুরু হয়ে এই আয়োজন চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। শিশুশিল্পী থেকে শুরু করে সব শ্রেণির শিল্পীর শৈল্পিক পরিবেশনায় উচ্ছ্বাসের ঢল নেমেছিল আইসিসিবির রাজদর্শন হলে।

SOURCE : কালের কণ্ঠ