All news

মোংলায় শ্রমিকের পাশে বসুন্ধরা গ্রুপ

মোংলায় শ্রমিকের পাশে বসুন্ধরা গ্রুপ

বাগেরহাটের মোংলায় সাড়ে তিন হাজার শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। গতকাল রবিবার এ খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীনদের মধ্যে সারা দেশে বসুন্ধরা গ্রুপের খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে এদিন মোংলায় বসুন্ধরা সিমেন্ট খাতের উদ্যোগে নয়টি ওয়ার্ড, মোংলা ফেরিঘাট এবং বসুন্ধরা সিমেন্ট সেক্টর সংলগড়ব এলাকায় কর্মহীন মানুষের মধ্যে মোট ৩ হাজার ৫০০ প্যাকেট করা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে নয়টি ওয়ার্ডের কর্মহীন শ্রমজীবীদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও মোংলা পৌরসভার চেয়ারম্যান জুলফিকার আলী খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সিএমও খন্দকার কিংশুক হোসেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব মাকসুদুর রহমান, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির প্রধান প্রকৌশলী নবারুন কুমার সাহা, কিং ব্র্যান্ড সিমেন্টের ডিজিএম আবদুল লতিফ, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির হিসাব বিভাগের হেড অব ডিভিশন রবিউল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

SOURCE : দেশ রূপান্তর