বসুন্ধরা গ্রুপের টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে সম্মাননা প্রদান করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব ডিপার্টমেন্ট ক্যাপ্টেন মো. মাহবুবুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ) যুগ্মসচিব কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) যুগ্মসচিব ড. এ কে এম আনিসুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডের ম্যানেজার কে এম রিয়াজুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব ডিপার্টমেন্ট ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম জানান, বসুন্ধরা গ্রুপের অব্যাহত সাফল্য ও দেশের উন্নয়নে অবদান রাখার এই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরের মাধ্যমে ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটি প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব দিয়েছে। এতে বন্দরের সর্বোচ্চ মাশুল প্রদানকারী শিপিং এজেন্ট হিসেবে বন্দর কর্তৃপক্ষ সম্মাননা দিয়েছেন। একইভাবে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল) গত ২০২৩-২৪ অর্থবছরে সর্বাধিক কয়লা আমদানি করেছে। এতে সেরা আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে বন্দর কর্তৃপক্ষ সম্মাননা দিয়েছে। কয়লা আমদানির মাধ্যমে প্রতিষ্ঠানটি বন্দর কর্তৃপক্ষকে আরও প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব দিয়েছে। উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো বসুন্ধরা গ্রুপের ওই প্রতিষ্ঠান দুটি মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এ সম্মান পেল। পাশাপাশি প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠান দুটি বসুন্ধরা গ্রুপের দ্রুত অগ্রসরমান প্রতিষ্ঠান হিসেবে মোংলা বন্দর সমৃদ্ধ করাসহ দেশের উন্নয়নে অবদান রাখছে। এখানে উল্লেখ্য, বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান ছাড়াও আরও ২৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, মোংলা বন্দরে বর্তমানে চারটি প্রকল্প চলমান রয়েছে। পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরে জেটি পর্যন্ত ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিংয়ের সুবিধা সৃষ্টি হবে। আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক ১.৫০ কোটি টন কার্গো, ৪.০০ লাখ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। এ ছাড়াও মোংলা বন্দরে দুটি অসম্পূর্ণ জেটি নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক আরও ২ লাখ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনগোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ