All news

কর্মসংস্থানে রংধনু গ্রুপের ভূমিকা প্রশংসনীয়

রংধনু গ্রুপের কর্পোরেট হেড অফিস উদ্বোধন করলেন বসুন্ধরা গ্রুপের এমডি

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন, শিল্পায়নে দ্রুত সময়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে রংধনু গ্রুপ। প্রতিষ্ঠানটি দেশের মানুষের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, দেশে ব্যবসা-বাণিজ্যের সুন্দর পরিবেশ রয়েছে বলেই মানুষ বিনিয়োগে আগ্রহী হচ্ছে। দেশ উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে।

গতকাল রবিবার রংধনু গ্রুপের প্রধান কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, রংধনু গ্রুপ মানুষের প্রত্যাশাকে মাথায় রেখে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ব্যাপক কর্মসংস্থান তৈরি করেছে। রংধনুর মতো জনবান্ধব প্রতিষ্ঠান এদেশে অনেক দরকার।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকালে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেছেন, রংধনু গ্রুপ শুধু ব্যবসায়িক চিন্তাধারা মাথায় রেখে কাজ করে না। মানুষের সেবা, কর্মসংস্থান, কাজের নিরাপদ পরিবেশ, পরিবেশবান্ধব শিল্পায়ন, জনকল্যাণময় পণ্য উৎপাদন ও বিক্রি এবং জনস্বার্থে উপার্জিত অর্থের বড় একটি অংশ ব্যয় করে থাকে। শিল্পবান্ধব সরকার ক্ষমতায় রয়েছে বলেই আমরা ব্যবসায় ভালো কিছু করতে পারছি।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহাজান ভূইয়া, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ভূইয়া সজীব, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু প্রমুখ।

SOURCE : দেশ রূপান্তর