All news

আর্জেন্টাইন রাউল বেসেরার সঙ্গে চুক্তি কিংসের

আর্জেন্টাইন রাউল বেসেরার সঙ্গে চুক্তি কিংসের

এরনান বারকোস চলে যাওয়ার পর থেকেই অভিজ্ঞ স্ট্রাইকার সন্ধানে ছিল বসুন্ধরা কিংস। নতুন মৌসুম সামনে রেখে দল শক্তিশালী করতে বারকোসেরই স্বদেশি গোলমেশিন রাউল বেসেরার সঙ্গে চুক্তি সেরেছে প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ দলটি।

ফুটবল মৌসুম সামনে রেখে আর্জেন্টাইন গোলমেশিন রাউল বেসেরার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কাজ সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস। এর মধ্য দিয়ে চার বিদেশি কোটা পূরণ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একবারের চ্যাম্পিয়নরা।

বুধবার বিকেলে ঢাকায় ক্লাব ভবনে বেসেরার সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস।

এরনান বারকোস চলে যাওয়ার পর থেকেই অভিজ্ঞ স্ট্রাইকার সন্ধানে ছিল বসুন্ধরা কিংস। নতুন মৌসুম সামনে রেখে দল শক্তিশালী করতে বারকোসেরই স্বদেশি গোলমেশিন রাউল বেসেরার সঙ্গে চুক্তি সেরেছে প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ দলটি।

রাউল বেসেরা সবশেষ কাতার প্রিমিয়ার লিগের দল উম সালাল এসসিতে খেলেছেন। তার আগে ইকুয়েডরের শীর্ষ লিগের দল দেপোর্তিভো কুয়েনকার হয়ে খেলেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। দুই মৌসুমে কুয়েনকার হয়ে ৬৭ ম্যাচে ৩৭ গোল করেছেন আর্জেন্টিনার রিও হায়েহোসে জন্ম নেয়া এই ফুটবলার। কাতারের দল উম সালাল এসসির হয়ে ১১ ম্যাচে ৫ বার বল জালে জড়িয়েছেন রাউল।

তাকে নিয়ে ফুটবল মৌসুমে চার বিদেশি খেলোয়াড়ের কোটা পূর্ণ করেছে বসুন্ধরা কিংস।

দুই ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজভেদো দা সিলভা ও জনাথন দা মিলভেইরো ফার্নান্দোজের সঙ্গে আগেই চুক্তি সেরে ফেলেছে কিংস। এশিয়ান কোটায় ইরাকের জাতীয় দলে খেলা খালেদ শাফিইকে দলে ভিড়িয়ে একজন নিখুঁত স্ট্রাইকারের সন্ধানে ছিল দলটি।

কিংসের অফিসিয়াল ফেসবুক পেজে আর্জেন্টাইন এই ফুটবলারের চুক্তি নিয়ে কিংস লিখেছে, ‘অ্যাটাকিং মায়েস্ত্রো রাউল বেসেরা অফিসিয়ালি এখন আমাদের ভয়ংকর অস্ত্র।’

ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া আসরের পর্দা উঠছে। প্রতিটি দলে চার জন করে বিদেশি ফুটবলার খেলতে পারবে। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়েছে দলবদল।

SOURCE : News Bangla 24