All news

সব স্বর্ণ ব্যবসায়ীকে এক পতাকায় আনবে বাজুস

সব স্বর্ণ ব্যবসায়ীকে এক পতাকায় আনবে বাজুস

আগামী দিনে বিশ্বে জুয়েলারিশিল্পে মডেল হবে বাংলাদেশ। বাজুসের নতুন প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্ব ও সুপরিকল্পনায় জুয়েলারিশিল্পে প্রাণ ফিরবে। আশাজাগানিয়া সাফল্যে ফিরে আসবে এ খাতের হারানো ঐতিহ্য। গতকাল শনিবার ফরিদপুরে প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাজুসের জেলা মনিটরিং স্থায়ী কমিটির সভাপতি ডা. দিলীপ কুমার রায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক নন্দ কুমার বড়াল। প্রেস ক্লাব মিলনায়তনে সভা উদ্বোধন করেন পৌর মেয়র অমিতাভ বোস।   দিলীপ কুমার রায় বলেন, ‘সারা দেশের সব স্বর্ণ ব্যবসায়ীকে বাজুসের পতাকাতলে আনাই এখন আমাদের প্রধান লক্ষ্য। বাজুসের কমিটি নতুন অভিযাত্রা শুরু করেছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর। তাঁরই নির্দেশনায় স্বর্ণ ব্যবসায়ীদের বাজুসের পতাকাতলে আনতে প্রথম পর্যায়ে সব বিভাগে প্রতিনিধিসভা করা হচ্ছে। ’ সবাইকে বাজুসের পতাকাতলে সমবেত হয়ে এ শিল্পের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ফরিদপুরের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে খুব তাড়াতাড়ি নির্বাচনের প্রস্তুতি নেওয়া, সদস্য সংগ্রহ করা ও ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান শামীম, স্বর্ণ ব্যবসায়ী অরুণ কুমার দত্ত, বাজুসের ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র কর্মকার, বাসুদেব কর্মকার, অমল চন্দ্র কর্মকার, আনন্দ সাহা, এম নজরুল ইসলাম প্রমুখ।  

SOURCE : কালের কণ্ঠ