All news

লন্ডনে বসুন্ধরা গ্রুপের এমডি ও হর্ষ বর্ধন শ্রিংলার সাক্ষাৎ

যুক্তরাজ্যে হর্ষবর্ধন শ্রিংলার সাথে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গতকাল বুধবার সকালে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে সাক্ষাৎ হয়েছে। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের এমডি বর্তমানে লন্ডন সফর করছেন। অন্যদিকে হর্ষ বর্ধন শ্রিংলা যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে বর্তমানে লন্ডনে রয়েছেন।

শ্রিংলা তাঁর ব্যস্ত সফরেও বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হর্ষ বর্ধন শ্রিংলা এর আগে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় এবং এ বছর পররাষ্ট্রসচিব হিসেবে ঢাকা সফরেও বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। এসব সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

শ্রিংলা বরাবরই দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগ ও পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের পক্ষে। বসুন্ধরা গ্রুপেরও এ বিষয়ে ইতিবাচক মনোভাব এবং আগ্রহ আছে। এই পটভূমিতে লন্ডনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও বসুন্ধরা গ্রুপের এমডির সাক্ষাৎ হয়েছে। তাঁরা অনেকটা সময় নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।

SOURCE : কালের কণ্ঠ