All news

রাঙামাটিতে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিসিআর ল্যাব

রাঙামাটিতে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিসিআর ল্যাব

অবশেষে পার্বত্য জেলা রাঙামাটিতে বসছে বহুল কাঙ্ক্ষিত পিসিআর ল্যাব। আর এই ল্যাব স্থাপনের জন্য পুরো অর্থের জোগান দিচ্ছে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী ‘বসুন্ধরা গ্রুপ’। গতকাল শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে চেকটি তুলে দেন রাঙামাটির করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নিয়োজিত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। সকালে সভার শুরুতেই সিভিল সার্জনের হাতে এই চেক তুলে দেন পবন চৌধুরী। এ সময় সিভিল সার্জন ও রাঙামাটির দায়িত্বশীল ব্যক্তিরা পার্বত্যবাসীর পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেন। পার্বত্য এলাকার মানুষের পক্ষে বসুন্ধরা গ্রুপ ও সচিব পবন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান রাঙামাটির জেলা প্রশাসক। সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।