All news

বসুন্ধরা ব্রাউন আটা বাজারে

বসুন্ধরা ব্রাউন আটা বাজারে

স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কথা মাথায় রেখে এবার দেশের বাজারে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে এসেছে ‘বসুন্ধরা ব্রাউন আটা’। গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ২-এ এই আটার বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা রশিদুল আহসান, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব ওয়াটার ট্রান্সপোর্টেশন ক্যাপ্টেন (অব.) রুহুল আমিন, হেড অব ডিভিশন (সাপ্লাই চেইন) আবদুস শুকুর প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, পরিবারের ডাইজেস্টিভ পার্টনার হওয়ার লক্ষ্য সামনে রেখে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ বাজারে নিয়ে এলো গ্লুটেন সমৃদ্ধ প্রাকৃতিক স্বাদে পরিপূর্ণ আটা। পরিমিত মাত্রার গ্লুটেন সমৃদ্ধ বসুন্ধরা ‘ব্রাউন আটা’ উন্নত বিশ্বের ফর্মুলা নিয়ে তৈরি। যা ‘সেলিয়াক’ রোগের সংক্রমণ থেকে রক্ষা করবে। মাইক্রো-ফাইবার সমৃদ্ধ এ আটা কোলন ক্যান্সার ও ডায়াবেটিক ঝুঁকি কমাবে। এ ছাড়া অ্যান্টি-অক্সিডেন্ট ও মাল্টি ভিটামিনসমৃদ্ধ বসুন্ধরা ব্রাউন আটা বার্ধক্য প্রতিরোধ ও ভিটামিনের অভাব পূরণ করবে। কর্মকর্তারা জানান, বসুন্ধরা ব্রাউন আটা হাতের স্পর্শমুক্ত স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় প্রস্তুত ও মানসম্পন্ন ফুড গ্রেড এলএলডিপিই এয়ারটাইট প্যাকে প্যাকেটজাত করা। তাই এ আটা সব সময় টাটকা। সম্পূর্ণ প্রিজারভেটিভবিহীন দেশীয় গম থেকে প্রস্তুত বসুন্ধরা ব্রাউন আটা। অধিকমাত্রায় জলীয় উপাদান শোষণ করে এ আটা দীর্ঘ সময় পর্যন্ত রুটি রাখে নরম ও সুস্বাদু। ভোক্তাদের জন্য এই ব্রাউন আটা খুব শিগগির সব সুপারশপ, ভ্যালুশপ ও অন্যান্য আউটলেটে পাওয়া যাবে। এর খুচরা মূল্য হবে ৪৬ টাকা।

Also Published In