All news

বসুন্ধরা সিমেন্টে হবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প

CREC এর সাথে সিমেন্ট সরবরাহের চুক্তিতে স্বাক্ষর করছেন সায়েম সোবহান আনভীর

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজে ব্যবহার করা হবে বসুন্ধরা সিমেন্ট। সিমেন্ট সরবরাহে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এ চুক্তি সই হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার টাও জুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, এ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন স্থাপিত হবে। প্রকল্পের আওতায় ব্রিজ, ওভারপাস, আন্ডারপাস ও কালভার্ট নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট। এ নির্মাণকাজে সাত লাখ মেট্রিক টনের বেশি সিমেন্ট ব্যবহৃত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক য়ু জাংসুয়ান, উপপ্রকল্প ব্যবস্থাপক রেন সিওলিন, প্রকিউরমেন্ট পরিচালক লি চিং ল্যান, প্রকিউরমেন্ট পরিচালক র‌্যামন চাও, উপপ্রকল্প পরিচালক চুই, প্রকিউরমেন্ট পরিচালক গুয়ান জুন প্রমুখ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, অ্যাডভাইজার মেজর জেনারেল মাহবুব হায়দার, অ্যাডভাইজার মোহাম্মদ আবু তৈয়ব, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, চিফ ফিন্যান্স অফিসার মো. তোফায়েল হোসেন, চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল হাসান, ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জিনিয়ার ইমাম আল কুদরত-ই-এলাহি প্রমুখ।
প্রসঙ্গত, বর্তমানে পদ্মা মূল সেতু, পদ্মা সেতুর নদীশাসন, মেট্রো রেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সেতু, রূপসা রেল সেতু, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের অন্য বৃহৎ স্থাপনাগুলোতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।

SOURCE : কালের কণ্ঠ