পবিত্র রমজান মাসব্যাপী বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইফতারের ব্যবস্থা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রথম রোজা থেকে প্রতিদিন ৩ হাজার রোজাদারকে ইফতার করানো হচ্ছে। এই ইফতারে পুরুষরাই নন, প্রতিদিন শত শত নারীও অংশ নিচ্ছেন। গতকালও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেখা গেছে এমন চিত্র। এ সময় মসজিদের সংরক্ষিত অংশে নারীরা ইফতার করেন। বায়তুল মোকাররম মুসল্লি কমিটির স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে তাদের এই ইফতার উপহার দেওয়া হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজি মো. ইয়াকুব আলী বলেন, বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম মসজিদে প্রতিদিন ৩ হাজার রোজাদারের মাঝে ইফতার উপহার দেওয়া হয়। এ ছাড়া সারা দেশেই বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ইফতার বিতরণ চলছে। বায়তুল মোকাররম মসজিদে প্রতিদিন যারা ইফতার করেন, তাদের মধ্যে নিয়মিত শতাধিক নারীও অংশ নেন। মসজিদে নারীদের ইবাদতের যে সংরক্ষিত জায়গা রয়েছে, স্বেচ্ছাসেবকরা সেখানে তাদের জন্য ইফতার বক্স পাঠিয়ে দেন। প্রতিদিন আমরা প্রায় ১৫০ থেকে ২০০টি ইফতার বক্স তাদের জন্য পাঠাই। এটি নারী রোজাদারদের জন্য আমাদের রমজানের উপহার। তিনি আরও বলেন, বর্তমানে ইতিকাফে বসেছেন অনেকেই। তাদেরসহ গতকাল থেকে আমরা প্রায় ২০০টি ইফতার বক্স এই মা-বোনেদের জন্য পাঠিয়েছি। তারা ইফতার পেয়ে সন্তুষ্ট। তারা বসুন্ধরা গ্রুপসহ আমাদের সবার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন। বায়তুল মোকাররমে ইফতারের এই আয়োজনে সন্ধ্যায় ধনী-গরিবের ব্যবধান ঘুচে যায়। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে পাশাপাশি বসে ইফতার করেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হচ্ছে। বায়তুল মোকাররম মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক উপস্থিত থেকে রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে মিজানুর রহমান মানিক বলেন, এ বছর তৃতীয়বারের মতো রমজানে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে জাতীয় মসজিদে ইফতার বিতরণ করা হচ্ছে। এখানে সবাই মিলে একসঙ্গে পরিবারের মতো ইফতার করতে পারে। এই ইফতারে ধনী-গরিব এক কাতারে শামিল হয়ে যান।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের