All news

ট্রাফিক পুলিশকে ২৫ হাজার মাস্ক দিল বসুন্ধরা

ট্রাফিক পুলিশকে ২৫ হাজার মাস্ক দিল বসুন্ধরা

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশকে ২৫ হাজার পিস মাস্ক দিয়েছে দেশের এ শীর্ষ শিল্পগোষ্ঠী। 

বেলা সাড়ে ১১টার দিকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মো. সাইফুল হকের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মো. সাইফুল হক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও যান চলাচল নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত মাঠে কাজ করছে ট্রাফিক পুলিশ।

বসুন্ধরার দেওয়া মাস্কগুলো এ দুর্যোগের সময়ে অনেক উপকারে আসবে।

এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দিন-রাত কাজ করে ট্রাফিক পুলিশ। করোনা ভাইরাসের এ বিপজ্জনক সময়ে এ বাহিনীটি অত্যন্ত নিরাপত্তা ঝুঁকিতে আছে। সড়কের যান চলাচল তাদেরই নিয়ন্ত্রণ করতে হয়। আজ আমরা ট্রাফিক পুলিশকে মাস্ক দিতে পেরে আনন্দিত। পরবর্তীতে পুলিশকে যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত আছে বসুন্ধরা গ্রুপ।

SOURCE : Banglanews24