All news

খেলাধুলার প্রসারে সহায়তা করে যাবে বসুন্ধরা গ্রুপ

খেলাধুলার প্রসারে সহায়তা করে যাবে বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপ দেশের খেলাধুলার প্রসারে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিটি ক্ষেত্রে বসুন্ধরার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গত রবিবার এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট-২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবে আহমেদ আকবর সোবহান এ কথা বলেন।

আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি আজ এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট-২০২৩-এর বিজয়ীদের ও অংশগ্রহণকারীদের সাফল্য ও কৃতিত্বের জন্য অভিনন্দন জানাতে চাই এবং সামনের সময়গুলোতে তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আমি দৃঢ়ভাবে সবাইকে জানাতে চাই, জাতির অগ্রগতির অংশীদার হিসেবে বসুন্ধরা গ্রুপ দেশের খেলাধুলার পরিধি-পরিসর বৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এ সময় ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘ক্রীড়াঙ্গনে আমাদের রয়েছে উল্লেখযোগ্য অর্জন। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে গলফ পর্যন্ত আমাদের ক্রীড়াবিদরা অর্জন ও সাফল্যের এক অনন্য গল্প বুনছেন।

তাঁরা বাংলাদেশের পতাকাকে গর্বের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ী।’
বক্তব্যের শুরুতে আহমেদ আকবর সোবহান বলেন, ‘এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট-২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যেন তাঁরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন।’

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমি বিনম্রভাবে শ্রদ্ধা জানাতে চাই মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও মুক্তিযোদ্ধার প্রতি; যাঁদের বীরত্বপূর্ণ, নিঃস্বার্থ আত্মত্যাগ ৫২ বছর আগে আমাদের এনে দিয়েছিল বহুল আকাঙ্ক্ষিত বিজয়।

তাঁদের অদম্য সাহস, শৌর্য এবং জাতির প্রতি ভালোবাসা এখনো আমাদের সবার হৃদয়ে স্পন্দিত। সেই একই চেতনায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।’
বাংলাদেশের সাফল্যের পেছনে প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা রয়েছে উল্লেখ করে আহমেদ আকবর সোবহান বলেন, একটি জাতি হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও জাতীয় উন্নয়নের অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে যে সমৃদ্ধি ও প্রবৃদ্ধির দিকে অগ্রসর হয়েছে, সেই সাফল্যের গল্প রচনায় প্রতিরক্ষা বাহিনীর রয়েছে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা।

আহমেদ আকবর সোবহান বলেন, ‘পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ আমাদের জাতিকে ক্রমাগত সাফল্য দ্বারা সমৃদ্ধ করুন। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতি এবং ২০৪০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার স্বপ্ন পূরণে আমাদের সক্ষম করুন।’
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা শিগগিরই রূপান্তরিত হোক। এটি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।’

সবাইকে আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

SOURCE : কালের কণ্ঠ