All news

বগুড়ায় প্রেস ইউনিট উদ্বোধন করলেন বসুন্ধরা এমডি

বগুড়ায় প্রেস ইউনিট উদ্বোধন করলেন  সায়েম সোবহান আনভীর

দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) দেশের উত্তরাঞ্চলের পাঠকের হাতে সবার আগে পত্রিকা পৌঁছে দিতে বগুড়া প্রেস ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (০৭ জুলাই) দুপুরে বগুড়া শহরের কালিবালা দ্বিতীয় বাইপাস সড়কে অবস্থিত বগুড়া প্রেস ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইডব্লিউএমজিএল ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি বগুড়া প্রেস ইউনিটের সার্বিক সফলতা কামনা করেন। স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের সিইও ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আব্দুল মান্নান। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের কল্যাণে কাজ করছে। দেশসেরা দৈনিক পত্রিকাসহ তিনটি পত্রিকা বগুড়া থেকে প্রকাশ হবে, যা অত্যন্ত আনন্দের। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কল্যাণে দ্রুত খবর পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। এরপরও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব রয়েছে। এমপি মান্নান বলেন, বগুড়া সংবাদপত্র ও সাংবাদিকতায় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছে। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া। উত্তরের ১৬ জেলার প্রাণকেন্দ্র বগুড়ার ভূমি অত্যন্ত উর্বর। এ অঞ্চলের মানুষের সুখ, দুঃখ, সমস্যা ও সমাধানের বিষয় বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠসহ ইডব্লিউএমজিএল-এর প্রতিটি মিডিয়া তুলে ধরে বগুড়াকে আরো এগিয়ে নেবে বলেই আশা রাখি। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বগুড়া প্রেস ইউনিট উদ্বোধনকালে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। ছবি: আরিফ জাহান/বাংলানিউজ অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, উত্তর জনপদে আমরা সবার আগে সবার কাছে পত্রিকা পৌঁছে দিতে চাই। সে লক্ষ্যেই বগুড়া প্রেস ইউনিট কাজ করবে। এক্ষত্রে সবার সহযোগিতাও চাই। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ঢাকার পরে বগুড়া হবে কেন্দ্র। বগুড়া আমাদের স্বপ্নের জায়গা। আমরা বগুড়াকে আরো এগিয়ে নিতে চাই। গোটা উত্তর জনপদের উন্নয়নের সঙ্গে থাকবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। বগুড়াসহ উত্তর জনপদের মানুষের সঙ্গে আমাদের বন্ধন আরো সুদৃঢ় হবে। অনুষ্ঠানে বগুড়া পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, ব্যবসায়ী শোকরানা, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম প্রমুখ বক্তব্য দেন। এ সময় ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজটোয়েন্টিফোরের হাসনাইন খুরশিদ, বগুড়া প্রেসক্লাব সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলাপরিষদ সদস্য সাহাদারা মান্নান  প্রমুখ উপস্থিত ছিলেন।

SOURCE : Banglanews24

Also Published In