All news

হোটেল শ্রমিকদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

হোটেল শ্রমিকদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

'শুভ কাজে সবার পাশে’ স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হোটেল শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

সোমবার (৬ জানুয়ারি) পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন হোটেলে কর্মরত দুস্থ শ্রমিকদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সৈয়দপুর সরকারি কলেজের অধ্যাপক আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানে অতিথি হয়ে শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মানিক, প্রকাশনা সম্পাদক ফাইদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সাজেদুর রহমাস সাজু, তাসীন বিনতে তারেক প্রমুখ। 

কম্বল পাওয়ার পর ফাতেমা নামের এক বৃদ্ধা বলেন, 'আজ বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে খুব ভালো লাগছে। এই শীতে কম্বলটি আমার বেশ কাজে আসবে। শুভসংঘের আন্তরিকতায় আমরা খুব খুশি হয়েছি।'

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যাপক আসাদুজ্জামান আসাদ বলেন, 'বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখা বরাবরই বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমি তাদের এই মানবিক কাজকে সাধুবাদ জানাই।"

পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন বাবুল বলেন, বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জে করোনাকালে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। যা এলাকায় প্রশংসিত হচ্ছে।

বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, নতুন বছরে কিছু উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে। বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ শাখা সমাজসেবার কাজ অব্যাহত রাখবে।

বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি তারেক হোসেন বলেন, 'আমরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছি। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হবে।'

SOURCE : বাংলাদেশ প্রতিদিন