ময়মনসিংহের তারাকান্দায় পাঠ্যবই বিতরণ করা হয়েছে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে। চর আগস্তিতেও স্কুলের শিশুদের নতুন বই বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন কর্মশালা এবং ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হোটেল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখা। পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন হোটেলে কর্মরত দুস্থ শ্রমিকদের মধ্যে গতকাল সোমবার এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সৈয়দপুর সরকারি কলেজের আধ্যাপক আসাদুজ্জামান আসাদ তাঁদের কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মানিক, প্রকাশনা সম্পাদক ফাইদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সাজেদুর রহমান সাজু ও তাসীন বিনতে তারেক।
তারাকান্দা (ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চড়ারকান্দা গ্রামের বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ করা হয়েছে গতকাল। তারাকান্দার বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আবু সায়েম বলেন, ‘এমন একটি দিন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো গ্রামের মানুষের জন্য আনন্দ ও আশার প্রতীক। শিক্ষা যে একটি জাতির উন্নতির মূল ভিত্তি, তা এই দিনটি যেন আরো একবার প্রমাণ করল।’
গলাচিপা (পটুয়াখালী) : সড়ক যোগাযোগবিচ্ছিন্ন সাগরের বুকে জেগে ওঠা চর আগস্তির স্কুলের শিশুদের নতুন বই বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের হলরুমে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে শুভসংঘের উদ্যোগে। বই পেয়ে শিশুদের চোখেমুখে দেখা যায় অপরিসীম আনন্দ।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক শিরিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সায়েম গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক গণি আকন, গণ-অধিকার পরিষদের সদস্য ইব্রাহিম প্যাদা, যুবদলকর্মী জসিম হাওলাদার প্রমুখ।
পটিয়া (চট্টগ্রাম) : আগামীর বাংলাদেশ ভাবনা নিয়ে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন কর্মশালা আয়োজন করা হয় চট্টগ্রামের পটিয়ায়। গতকাল শিল্পবাড়ি আর্ট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আগামীর বাংলাদেশ ভাবনা শিরোনামে এই চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় শিল্পবাড়ি আর্ট স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
কর্মশালায় উপস্থিত ছিলেন শিল্পবাড়ি আর্ট স্কুলের প্রধান পরিচালক শিল্পী নয়ন দে, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এস এম এ জুয়েল, আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী এবং সহকারী সিনিয়র শিক্ষক অনাম দাশ, পাপড়ী দে, বর্ষা বড়ুয়া, অগ্নিলা শর্মা দিয়া, তাসপিয়া, অনিক দাশ, সুদীপ্ত সেন, পায়েল, সিদ্ধার্থ পালিত, শুভ চৌধুরী, পূজা দাশ প্রমুখ।
রাজবাড়ী : বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা ও বেসরকারি উন্নয়ন সংস্থা নাসার (নেচার সার্ভিস অ্যাসোসিয়েশন) যৌথ উদ্যোগে এবং আইডা ফাউন্ডেশনের সহযোগিতায় বছরব্যাপী ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি সমাপ্ত করা হয়েছে। গতকাল রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রদের মধ্যে ২২৫টি গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি টানা হয়। এ সময় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক ও সহকারী শিক্ষক আরাফাত আহম্মদ উপস্থিত থেকে ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহমান।
SOURCE : কালের কণ্ঠআন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর- পাওয়ার্ড বাই বসুন্ধরা’ আসরের সমাপনী
"Qur'an-er Noor - Powered by Bashundhara" Int'l Hifzul Qur'an Competition Closing Ceremony is Held
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন অসচ্ছল ২০ নারী
20 Poor Women in Syedpur Receive Sewing Machines from Bashundhara Shuvosangho
Bashundhara Group's Assistance Became a Means of Survival for 20 Women
বসুন্ধরা গ্রুপের সহায়তা বেঁচে থাকার অবলম্বন পেলেন ২০ নারী
গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন