হবিগঞ্জ সদর উপজেলার শহরতলীর বহুলা গ্রামের বাসিন্দা শাহরীন তাসনীম ঐশী। লেখাপড়া করে বড় কিছু করার স্বপ্ন দেখেন। ছয় ভাই-বোনের পরিবারে একমাত্র উপার্জনকারী তার পিতা। অনেক কষ্ট হলেও সন্তানদেরকে বুঝতে দেন না। পিতার এই কষ্ট লাঘবে এবার তিনিও অবদান রাখতে পারবেন সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে পাওয়া সেলাই মেশিন দিয়ে।
একই উপজেলার তেঘরিয়া গ্রামের তাহমিনা আক্তার হ্যাপিও বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে আনন্দিত। তিনি বলেন, এখন আমরা স্বপ্ন দেখতে পারব। ঘরে বসে থাকতে হবে না।
দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কঠিন জীবন সংগ্রামে থাকা হবিগঞ্জ সদর উপজেলার সীমিত আয়ের ২০টি পরিবারকে স্বপ্ন দেখিয়েছে দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে পাওয়া সেলাই মেশিন।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী কলেজের প্রভাষক কামরুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, শুভসংঘ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জনি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন রনি, নাছির হোসাইন, সৌরভ মিয়া, প্রশিক্ষণার্থী তাহমিনা আক্তার হ্যাপি ও প্রশিক্ষক জহুরা নাজরীন খান রিনা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, প্রশিক্ষণের সঙ্গে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ায় পিছিয়ে পড়া নারীরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন। শুধু প্রশিক্ষণ দিলে তার ফলাফল এত ভালো হতো না। এই প্রশিক্ষণ ও সেলাই মেশিনে দরিদ্র নারীদের জীবন পরিবর্তন হলে তা হবে বসুন্ধরা গ্রুপের সার্থকতা। বসুন্ধরা গ্রুপ সবসময় নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। করোনাসহ বিভিন্ন দুর্যোগে এই গ্রুপ যেভাবে কাজ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এই প্রশিক্ষণ যারা নিয়েছেন তারা নিজেরাও স্বাবলম্বী হবেন এবং পরে অন্যদেরকেও স্বাবলম্বী হওয়ার পথ দেখাবেন। তাহলেই প্রশিক্ষণটির উদ্দেশ্য সার্থক হবে বলে উল্লেখ করেন ড. জহিরুল হক।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের