All news

সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী বিতরণ

সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ।
বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ্ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, কালের কণ্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ বলেন, 'বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের হতদরিদ্র্য, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং নানা ধরনের সহায়তা প্রদান করে। তাঁদের এসব মানবিক কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষা উপকরণ বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড। তিনি এ ধরণের কর্মসূচি সমাজের অসহায় দুঃস্থ পরিবারের সন্তানদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে বলে জানান। তিনি আরো বড় পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভ সংঘকে এগিয়ে আসার আহ্বান জানান।' এ সময় বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক মো: সোহেল রানা, সদস্য আমির হোসেন, মাসুদ পারভেজ, মো. রুবেল, নাজমুল, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত শিক্ষা উপকরণ সামগ্রী মধ্যে রয়েছে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার প্রভৃতি।

SOURCE : কালের কণ্ঠ