সুনামগঞ্জের সদরে দুর্গম এলাকার তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে সুবিধাবঞ্চিতদের মধ্যে কম্বল ব্তিরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের উন্নতমানের কম্বল পেয়ে মহাখুশি তারা।
মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুর গ্রামের পশ্চিমের মাঠে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ’র প্রতিনিধি শামীম, নিউজটোয়েন্টিফোরের প্রতিনিধি বুরহান উদ্দিন, ইউপি সদস্য রইছ মিয়া, সাবেক ইউপি সদস্য শামসুন্নুর, সমাজসেবক আব্দুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সহসভাপতি জনিক মিয়া প্রমুখ।
এদিকে কম্বল পেয়ে চোখেমুখে তৃপ্তি নিয়ে গ্রামের হতদরিদ্র বিতাল মিয়া বলেন, ‘দুর্গম এলাকার কারণে আমাদের গ্রামে কেউ কখনো সহযোগিতা দিতে আসেনি। প্রাকৃতিক দুর্যোগে সরকারি-বেসরকারি ত্রাণ অন্য এলাকার মানুষজন পেলেও আমরা পাই না। আজ না চাইতেই বসুন্ধরা গ্রুপ আমাদের ঘরে সময়োপযোগী উপহার কম্বল এসে দিয়ে গেছে। আগামীতেও আমাদের গ্রামে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা চাই।’
সাবেক ইউপি সদস্য শামসুন্নুর বলেন, ‘আমরা প্রদীপের তলায় অন্ধকার। ছিটমহলের মতো বসবাস করি। কোনো সহযোগিতা পায় না এলাকাবাসী। আজ বসুন্ধরা গ্রুপ সহযোগিতা করায় শীতার্ত মানুষজন মহাখুশি।’
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘মোহনপুর সদর উপজেলায় হলেও আজ সরাসরি এসে কম্বল দিতে গিয়ে মনে হয়েছে একটি দুর্গম এলাকা। যোগাযোগ ব্যবস্থা নেই। কষ্ট নিয়ে বসবাস করে এলাকাবাসী। এমন এলাকার মানুষের হাতে কম্বল দিতে পেরে আমরাও আনন্দিত।’
সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘এই শীতের মধ্যে সরকারিভাবে আমরা শীতবস্ত্র দিয়েছি। তবে তা অপর্যাপ্ত। বসুন্ধরা গ্রুপ হাওর এলাকার মানুষের পাশে এসে দাঁড়ানোয় অভিনন্দন জানাচ্ছি। আগামীতের এই শিল্পগ্রুপের সহযোগিতা কামনা করি আমরা।’
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের
Bashundhara Group’s Units Recognised as Highest Revenue Contributors to Mongla Port
হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
Bashundhara Foundation Distributes Interest-Free Loans in Homna
বসুন্ধরার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী
কুষ্টিয়ায় বসুন্ধরা আই হসপিটালের সেবা পেলেন ১২,৫০০ মানুষ
Bashundhara Eye Hospital Provide Free Eye Treatment to 12,500 People in Kushtia
সিলেটে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Sylhet
বসুন্ধরা গ্রুপের সহায়তায় শত বাধা পেরিয়ে সফল তারা