ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গতকাল সোমবার বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পাঁচ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যান্ড প্রেস উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, মো. মামুন, মো. শাহজাহান, মো. বাছির প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি তোমাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে আদর্শ মানুষ হতে পারবা। বসুন্ধরা গ্রুপ ছাত্র-ছাত্রীদের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপন, শিক্ষা উপকরণ, দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে টিফিনের ব্যবস্থাসহ আরো অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে। শুধু তাই নয়, স্বাস্থ্য সেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ, বন্যা, খড়া, মাহামারিসহ সব ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য।
তোমরা আজকে যে উপহারটি পেয়েছো তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে স্বার্থক।’
বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যান্ড প্রেস উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘তোমরা আজ বসুন্ধরা গ্রুপ থেকে যে উপহারটুকু পেয়েছো তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। লেখাপড়ার পাশাপাশি যদি এই কোরআন শরিফটি পাঠ করো তাহলে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনেও অনেক রহমত এবং বরকত হবে। সামনে রমজান মাস আসতেছে। একটি করে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। তোমাদের মা-বাবা, আত্মীয়স্বজন ও বসুন্ধরার সবার জন্য দোয়া করবে।’
বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিক হাসানের ভাষ্য, ‘ভালো হয়েছে একটি কোরআন শরিফ পেয়েছি। বাংলাসহ বুঝে বুুঝে পড়তে পারব। আল্লাহর কাছে কোরআন শরিফ পাঠ করে বসুন্ধরা কম্পানি এবং মালিকদের জন্য দোয়া করব।’
বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান দিবা বলে, ‘আমার অনেক আনন্দ লাগছে। অতীতে অনেক পুরস্কার পেয়েছি। এত আনন্দ লাগেনি। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। যাঁরা দিয়েছেন তাঁদের সবার জন্য মন-প্রাণ দিয়ে দোয়া করব।’
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. তাহীন সরকারের ভাষ্য, ‘আমার কাছে কোরআন শরিফটি পেয়ে অনেক আনন্দ লাগতেছে। এত দিন না বুঝে পড়তাম। বাংলা অর্থসহ আছে বলে এখন সুরা এবং আয়াতের অর্থ বুঝতে পারব। ধন্যবাদ বসুন্ধরা গ্রুপকে।’
আলোচনা শেষে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার ৩২০টি কোরআন শরিফ বিতরণ করা হয়। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের জন্যও পাঁচটি করে কোরআন শরিফ দেওয়া হয়।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের
Bashundhara Group’s Units Recognised as Highest Revenue Contributors to Mongla Port
হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
Bashundhara Foundation Distributes Interest-Free Loans in Homna
বসুন্ধরার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী
কুষ্টিয়ায় বসুন্ধরা আই হসপিটালের সেবা পেলেন ১২,৫০০ মানুষ
Bashundhara Eye Hospital Provide Free Eye Treatment to 12,500 People in Kushtia
সিলেটে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Sylhet
বসুন্ধরা গ্রুপের সহায়তায় শত বাধা পেরিয়ে সফল তারা