ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। আজ সোমবার (৪ নভেম্বর) দুপরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (মিডিয়া অ্যান্ড প্রেস) মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর সোবহানীয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মায়মুন কবির, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়নাল হোসেন চৌধুরী বলেন, আজকে তোমরা ছাত্র-ছাত্রী, আগামী দিনের ভবিষ্যত। তোমরা লেখা-পড়া করে ভালো মানুষ হবা এই প্রত্যাশা সবার। লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে তুমি হবা একটা আদর্শ মানুষ। বসুন্ধরা গ্রুপ ছাত্র-ছাত্রীদের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপন, শিক্ষা উপকরণ, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে টিফিনের ব্যবস্থাসহ সকল কার্যক্রম ব্যবস্থা পরিচালনা করে থাকে। যাতে জাতি হয় শতভাগ শিক্ষিত।
তিনি বলেন, শুধু তাই নয় স্বাস্থ্য সেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ, বন্যা, খড়া, মাহামারিসহ সকল ক্ষেত্রে বসুন্ধরা জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য। তোমরা আজকে যে উপহারটি পেয়েছো তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে স্বার্থক।
মোহাম্মদ আবু তৈয়ব বলেন, তোমরা আজকে বসুন্ধরা গ্রুপ কর্তৃক যে উপহারটুকু পেয়েছো তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। লেখা-পড়ার পাশাপাশি যদি এই কোরআন শরিফটি পাঠ করো তাহলে লেখা-পড়ার সাথে তোমাদের জীবনেও অনেক রহমত এবং বরকত হবে। সামনে রমজান মাস আসতেছে। ১টি করে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। তোমাদের বাবা-মা, আত্মীয় স্বজন ও বসুন্ধরা সকলের জন্য দো’আ করবা।
বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিক হাসান বলেন, ভালো হয়েছে একটি কোরআন শরিফ পেয়েছি। বাংলা সহ বুঝে বুুঝে পড়তে পারবো। আল্লাহর কাছে পবিত্র কোরআন পাঠ করে বসুন্ধরা কোম্পানি এবং মালিকদের জন্য দো’আ করবো।
বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকারকারী মেধাবী ছাত্রী নুসরাত জাহান দিবা বলেন, আমার অনেক আনন্দ লাগছে। অতীতে অনকে পুরষ্কার পেয়েছি। এতো আনন্দ লাগেনি। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। যারা দিয়েছে তাদের সবার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মন প্রাণভরে দো’আ করবো।
বাঞ্ছারামপুর সরকারি এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারকারী মেধাবী ছাত্র মোঃ তাহীন সরকার বলে, আমার কাছে কোরআন শরিফটি পেয়ে অনেক আনন্দ লাগতেছে। এতদিন না বুঝে পড়তাম। বাংলা অর্থসহ আছে বলে এখন সূরা এবং আয়াতের অর্থ বুঝতে পারবো। ধন্যবাদ বসুন্ধরা গ্রুপকে ।
অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সর্বমোট ৫হাজার ৩শত ২০টি কোরআন শরিফ বিতরণ করা হয়। এই বিতরণের অন্তর্ভূক্ত ছাত্র-ছাত্রীরা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্র-ছাত্রী। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য ৫টি করে কোরআন শরিফ দেওয়া হয়। অনুষ্ঠানে ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা এবং একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Kushtia
শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Shajahanpur
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Feni
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Receive Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho