All news

মাদরাসায় শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ উপহার পেয়ে খুশী শিক্ষার্থীরা

দিনাজপুর সদর উপজেলার গোলাপবাগ মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানায় শিক্ষা উপকরণ উপহার হিসেবে দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির ৩০ জন শিক্ষার্থীকে এসব উপকরণ উপহার দেয় বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখা।

বসুন্ধরা শুভসংঘের এ সহায়তার প্রশংসা জানান মাদরাসার মুহতামিমসহ উপস্থিত অন্যরা। তারা বলেন, এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও উদ্দীপনা জোগাবে।

পাশাপাশি প্রয়োজন মেটাবে। পর্যাপ্ত শিক্ষা উপকরণের অভাবে অনেক শিক্ষার্থী পাঠ অনুশীলনে পিছিয়ে পড়েন। বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সত্যি অনন্য ও অসাধারণ। তাদের কাজ ও চিন্তাভাবনা সুদূরপ্রসারী।
শুভসংঘের এমন শুভ উদ্যোগ অব্যাহত থাকুক।
দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী বলেন, ‘হাজারো নেতিবাচক খবরের বিপরীতে শুভসংঘ নানাভাবে সামাজে পরিবর্তন আনার চেষ্টা করছে। শুভসংঘে কাজ করলে মানবতার দীক্ষা পাওয়া যায়। আমাদের ছোটবড় কাজগুলোই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে উদাহরণ হয়ে উঠবে।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো গর্বের ও আনন্দের  বিষয়। এমন কাজে শুভসংঘ সবসময় থাকবে।’
শিক্ষা উপকরণ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, কার্যকরী সদস্য সুমন, তাহাসিন, সোহাগ প্রমুখ।

SOURCE : কালের কণ্ঠ