All news

বসুন্ধরা ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বসুন্ধরা ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু পেয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল এ আয়োজন করে। সিংজুড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর খাগ্রাটা দাখিল মাদরাসা প্রাঙ্গণে গতকাল দিনভর স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে। সরেজমিন দেখা যায়, লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে মানুষ সেবা নিচ্ছেন। এক যোগে তিনটি বুথ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। 

বিনামূল্যে চিকিৎসা নিতে আসা আয়শা বেগম (৬৬) বলেন, ‘বাড়ির কাছে ডাক্তার আসায় অনেক সুবিধা হইল। শহরে আসা-যাওয়া কত খরচ। আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এরকম হলে ভালোই হয়।’ বারেক মোল্লা (৭০) বলেন, ‘অনেক দিন ধরে গিরায় ব্যথা। টাকার জন্য চিকিৎসা হচ্ছিল না। বাড়ির কাছে ডাক্তার আসায় চিকিৎসা নিলাম। বসুন্ধরা প্রতি বছর আমাদের শীতের সময়, করোনার সময় কতকিছু দিয়েছে। দোয়া করি আল্লাহ তাদের ভালো করুক।’

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার চেকসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। চিকিৎসক হিসেবে পরামর্শ দিচ্ছেন ডা. সিরাজুল ইসলাম, নিসিতা রহমান প্রিতি ও তোলা ইসলাম। তিনি জানান, আফরোজা বেগম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। যাতে গরিব মানুষ চিকিৎসাসেবা পান।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন