All news

নতুন তিনটি বাংলা ফন্ট নিয়ে এল বসুন্ধরা গ্রুপ

নতুন তিনটি বাংলা ফন্ট নিয়ে এল বসুন্ধরা গ্রুপ

বাংলা ভাষায় ফন্টের ব্যবহারকে আরো সাবলীল করতে বসুন্ধরা গ্রুপ ভাষার মাসে এনেছে তিনটি নতুন ফন্ট—‘বসুন্ধরা ৫২’, ‘বসুন্ধরা ৭১’ ও ‘বসুন্ধরা ২১’। গতকাল বাংলা একাডেমি মিলনায়তনে নতুন ফন্ট তিনটির উদ্বোধন করা হয়। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন; বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং প্রখ্যাত কবি হেলাল হাফিজ এসব ফন্টের উদ্বোধন করেন। গালুমগিরি সংঘের প্রধান সমন্বয়ক কবি শিমুল সালাহউদ্দিনের সঞ্চালনায় এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান সাফায়াত সোবহান, সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর) এম এম জসীম উদ্দিন, ব্যবস্থাপক (মিডিয়া ও পিআর, সেক্টর) কাজী রোকন উদ্দিন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উপব্যবস্থাপক (ব্র্যান্ড) তাকবীর হাসান প্রমুখ।

SOURCE : বণিক বার্তা