All news

ক্র্যাবের নতুন কার্যালয়ে সাজসজ্জার কাজ উদ্বোধন

ক্র্যাবের নতুন কার্যালয়ে সাজসজ্জার কাজ উদ্বোধন

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ক্র্যাবকে দেয়া এই কার্যালয়ের সাজসজ্জার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েম সোবহান আনভীর। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে ওয়ালিদ সোবহান।

রাজধানীর নয়াপল্টনে রূপায়ণ এফপিএবি টাওয়ারে ক্র্যাবের নতুন কার্যালয়ের সাজসজ্জার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ক্র্যাবকে দেয়া এই কার্যালয়ের সাজসজ্জার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েম সোবহান আনভীর। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে ওয়ালিদ সোবহান।

ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনভীর বলেন, ‘আমাদের সবাইকে এক থাকতে হবে। আপনারা যেভাবেই হোক দেশটা শান্ত রাখবেন। এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না, যাতে দেশে অস্থিরতা তৈরি হয়। এটা আপনাদের দায়িত্ব।’

ক্র্যাব সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণাও দেন সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। ক্র্যাবকে কার্যালয় দেয়ায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বক্তব্য দেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সভাপতি পারভেজ খান, আবুল খায়ের ও মিজান মালিক, ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এবং নির্বাহী সদস্য আমানুর রহমান রনি।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। এ সময় ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

SOURCE : News Bangla 24