All news

শেখ জামালের নতুন প্রেসিডেন্ট সাফওয়ান সোবাহান

শেখ জামালের নতুন প্রেসিডেন্ট সাফওয়ান সোবাহান

টানা নয় বছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন মনজুর কাদের। এ সময়ে দেশে ও বাইরে মিলিয়ে ২০টির মতো ট্রফি জিতেছে ক্লাবটি। এতো সব সাফল্যের পরও শেখ জামাল ক্লাবের প্রেসিডেন্টের পদ ছাড়লেন তিনি। তার জায়গা দেশের সফল এই ক্লাবটির দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট সাফওয়ান সোবহানের হাতে দায়িত্ব হস্তান্তর করেন মনজুর কাদের। বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রেসিডেন্ট সায়েম সোবহানসহ বসুন্ধরা গ্রুপ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তারা। মনজুর কাদের প্রেসিডেন্টের পদ ছাড়লেও গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নতুন নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান সাফওয়ান সোবহান। এসময় দেশের ক্রীড়ার উন্নয়নে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী কতটা ক্রীড়াবান্ধব সেটা আমরা সবাই জানি। তার হাত ধরেই আমাদের দেশ ক্রীড়ায় বর্তমানে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। আমাদের পরিবারটি ক্রীড়াবান্ধব। আমরাও প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটছি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আগের চাইতে আরও সুন্দর ও গতিশীল করতে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো। আর বিদায়ী সভাপতির বক্তব্যে মনজুর কাদের বলেন, এদেশের ফুটবলের জাগরণে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভুমিকা কতখানি- সেটা আপনারা সবাই জানেন। আমি বিশ্বাস করি বসুন্ধরা গ্রুপ শেখ জামালের দায়িত্ব নিলে ক্লাবের সার্বিক কর্মকাণ্ড আগের চাইতে আরও বেশি গতিশীল হবে। এরপর বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা পরিচালক সায়েম সোবহান। তিনি বলেন, এবার খেলাটা হবে ভাইয়ে-ভাইয়ে। শেখ জামাল ও শেখ রাসেল যেমন দুই ভাই; তেমনি আমরাও দুই ভাই। খেলাটা বেশ জমবে। অনুষ্ঠানের শেষে বক্তব্য দেন বসু্‌ন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। দেশের ক্রীড়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, শুধু শেখ জামাল ও শেখ রাসেলই নয়, বসুন্ধরা গ্রুপ সারা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করবে। নিজেকে পরিপূর্ণ এক ক্রীড়া পরিবারের সদস্য উল্লেখ করে এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, ছাত্রজীবনে আমি শেখ জামালের সান্নিধ্যে ছিলাম। আমার বড় ভাই আবদুস সাদেক আবাহনীর প্রথম অধিনায়ক ছিলেন। আমার বাবা ছিলেন অল ইন্ডিয়া সাঁতারে চ্যাম্পিয়ন। আর আমি নিজেও ইস্ট পাকিস্তান হকি দলের হয়ে খেলেছি।

ক্লাবের নব নির্বাচিত নির্বাহি কমিটি সাফওয়ান সোবহান (সভাপতি) নাজিব আহমেদ (সদস্য) মো. ওসমান গনি তালুকদার (সদস্য) মাহবুবুর রহমান (সদস্য) মো. ওয়াকিল উদ্দিন (সদস্য) আব্দুল্লাহ আল জহির স্বপন (সদস্য) ইকবাল খোকন (সদস্য) ফিরোজ আলম (সদস্য) সুমন চৌধুরী (সদস্য) এনায়েতুর রহমান (সদস্য) রানা শফিউল্লাহ (সদস্য)।

Also Published In