All news

বাংলাদেশ প্রতিদিনের ষষ্ঠ বর্ষে পদার্পণ

বাংলাদেশ প্রতিদিনের ৬ষ্ঠ বার্ষিকী উদযাপন করলেন সায়েম সোবহান আনভীর

ষষ্ঠ বর্ষে পদার্পণ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক কাটা হয়। বাংলাদেশ প্রতিদিনের সব সাংবাদিক-কর্মচারীকে সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে ষষ্ঠ বর্ষে পদার্পণের কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ইংরেজি দৈনিক ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জামিলুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, বাণিজ্যিক উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, উপসম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, লুৎফুর রহমান হিমেল, বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক শিমুল মাহমুদ, হেড অব মার্কেটিং মাসুদুর রহমান, হেড অব সার্কুলেশন বিল্লাল হোসেন মন্টু প্রমুখ।
‘আমরা জনগণের পক্ষে’- এই স্লোগান নিয়ে ২০১০ সালের ১৫ মার্চ হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করেছিল দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। নানা চড়াই-উতরাই পার করে আজ দৈনিকটি দেশের এক নম্বর কাগজে রূপ নিয়েছে। মানুষের হাতে হাতে, অফিস-আদালতসহ মানুষের বাসাবাড়িতে, ঘরে ঘরে এখন বাংলাদেশ প্রতিদিন। যে স্লোগান ধারণ করে বাংলাদেশ প্রতিদিনের জন্ম, পঞ্চম বর্ষ শেষে সেই একই স্লোগান নিয়ে বাংলাদেশ প্রতিদিন প্রতিনিয়ত ছুটছে খবরের পেছনে।
মানুষের সুখ-দুঃখের কাহিনী যেমন কাগজটিতে স্থান পাচ্ছে, ঠিক তেমনি কাগজের পাতায় তুলে আনছে দেশের নানা সমস্যার কথা, উঠে আসছে সম্ভাবনার কথাও।
খবরকে প্রধান উপজীব্য করে বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সব কিছু পেছনে ফেলে আজ একটি পরিপূর্ণ কাগজ হিসেবে বাংলাদেশ প্রতিদিন এক নম্বর জায়গাটি নিজের দখলে নিয়েছে। জন্মের দেড় বছরের মাথায় এই জায়গা দখল করেছিল পত্রিকাটি।
ষষ্ঠ বর্ষে পদার্পণের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিন সামনের দিনগুলোতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এবং দেশের মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয় নিয়েছে।

SOURCE : কালের কণ্ঠ