All news

বসুন্ধরা ক্রীড়া উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

বসুন্ধরা ক্রীড়া উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

চারদিকে সাজসাজ রব। আশপাশের লোকজনের মুখে প্রশ্ন- এখানে কি কোনো উৎসব হবে? প্লাকার্ড, ফেস্টুন ও বিলবোর্ড টানাতেই জানা গেল, শুরু হচ্ছে বসুন্ধরা ক্রীড়া উৎসব-২০১৪। বরাবরের মতো এবারও বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে এই উৎসবের। গতকাল বসুন্ধরা মিডিয়া কমপ্লেক্সে সেন্টার কোর্টে এই ক্রীড়া উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। তিনি কেক কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ ইমরুল হাসান। বসুন্ধরা ক্রীড়া উৎসব-২০১৪ আয়োজনে চারটি ক্রীড়া ইভেন্ট থাকছে। ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও দাবা। ক্রীড়াঙ্গনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের একটা গভীর সম্পর্ক রয়েছে। সাঁতার এবং গলফে দীর্ঘদিন ধরেই দেশের এই বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। সম্প্রতি এই তালিকায় যোগ হয়েছে ক্রিকেটও। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। কেবল জাতীয় পর্যায়েই ক্রীড়া ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিয়ে থেমে থাকেনি প্রতিষ্ঠানটি, বসুন্ধরা গ্রুপের কর্মীদের খেলাধুলায় উৎসাহ প্রদানের জন্য রয়েছে নানা উদ্যোগ। প্রতি বছরই প্রতিষ্ঠানটি আয়োজন করে ক্রীড়া উৎসবের। বরাবরের মতো এবারও এই উৎসবের আয়োজন করা হয়েছে। তৃতীয়বারের মতো শুরু হলো বসুন্ধরা ক্রীড়া উৎসব।

Also Published In