All news

পরীক্ষামূলক সম্প্রচারে নিউজ২৪

পরীক্ষামূলক সম্প্রচারে নিউজ২৪

শুরু হলো বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল ‘নিউজ২৪’-এর পরীক্ষামূলক সম্প্রচার। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সুইচ চেপে এর উদ্বোধন করেছেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের টেলিভিশন স্টুডিওতে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনকালে আরো ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফিয়াত সোবহান সানবীর ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ২৪-এর প্রধান নির্বাহী (সিইও) নঈম নিজাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমরা পজিটিভ বাংলাদেশ নিয়েই স্বপ্ন দেখি। জনগণের পাশে থেকে আমরা পজিটিভ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে চাই।’
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘সাত বছর হলো মিডিয়া জগতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ যাত্রা শুরু করেছে। আমি আমার সব সম্পাদককে বলেছি, যদি কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করেন তবে আপনারাই দায়ী থাকবেন। একইভাবে নিউজ২৪-এর সংবাদকর্মীদের অনুরোধ করব, আপনারাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সর্বোপরি দেশের উন্নতির জন্য এই টেলিভিশনের যা যা করা দরকার, আপনারা তাই করবেন।

’ নিউজ২৪ খুব শিগগির দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে প্রচারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউজ২৪-এর কাছে বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এ কে এম রহমত উল্লাহ এমপি, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল হক খোকন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, এইচ এম ইব্রাহীম এমপি, পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, সাবেক এমপি মেজর (অব.) আকতারুজ্জামান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজটোয়েন্টিফোর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, ডেইলি সান সম্পাদক জামিলুর রহমান, সংগীতশিল্পী হায়দার হোসেন, সাংবাদিক নেতা ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা মিয়া আখতার হোসেন সানু, অভিনেত্রী সুমি প্রমুখ।

দর্শক সারিতে আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিউজ২৪-এর প্রধান বার্তা সম্পাদক শাহ্নাজ মুন্নীর সঞ্চালনায় লাইভ টক শোতে অংশ নেন সাবেক সচিব মুসা সাদিক ও ডেইলি সানের উপদেষ্টা সম্পাদক আমির হোসেন।

আলোর মিছিল

রাত সাড়ে ১১টায় একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউজ২৪ ভবনে আলোর মিছিল উদ্বোধন ও বক্তব্য দেন ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এ সময় সায়েব সোবহান বলেন, গণমানুষের কল্যাণে কাজ করবে নিউজ২৪। সাঈদ খোকন বলেন, স্বাধীনতার চেতনা উজ্জ্বল করতে নিউজ২৪ সাহসী ভূমিকা নেবে।

SOURCE : কালের কণ্ঠ

Also Published In