All news

আনন্দঘন আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন পালন

বাংলাদেশ প্রতিদিনের ৭ম বার্ষিকী উদযাপন

আনন্দঘন আয়োজনে অষ্টম জন্মদিন পালন করল দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে এ উপলক্ষে গতকাল বুধবার শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলো বাংলাদেশ প্রতিদিন পরিবার। জন্মদিনের দিনভর আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আয়োজনের পাশাপাশি ছিল জনপ্রিয় সংগীতশিল্পীদের মন মাতানো পরিবেশনা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। আগত অতিথি ও শুভানুধ্যায়ীদের বরণ করে নেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। শুভেচ্ছা বক্তব্যে আহমেদ আকবর সোবহান বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করল। আমি অত্যন্ত আনন্দিত, বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আজ দল-মত-নির্বিশেষে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমি ধন্য, আনন্দিত। বিগত সাত বছর আপনারা যেভাবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপকে সমর্থন জুগিয়েছেন, আগামী দিনেও সেভাবে অবিরাম সমর্থন দিয়ে যাবেন—এটাই আমার প্রত্যাশা।’ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠা পায় ২০১০ সালের এই দিনে। এরপর খুব অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে পত্রিকাটি। দেশ-বিদেশে আজ মহাসমারোহে চলছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর মহোৎসব।’ বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনের এই আয়োজনকে ঘিরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সংস্কৃতিসেবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, সারা দেশের হকার, এজেন্টসহ সমাজের সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা।