আজ ২৮ জুলাই অষ্টম বর্ষে পর্দাপণ করল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রযুক্তি নির্ভর টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। অগণিত পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে টেলিভিশন চ্যানেলটি সাফল্যের সঙ্গে সাত বছর পার করেছে।
এক ঝাঁক তরুণের মেধা আর অভিজ্ঞ অভিভাবকদের তত্ত্বাবধানে, বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছার চেষ্টা করেছে নিউজ টোয়েন্টিফোর।
স্বপ্ন, সুখে-দুঃখে, ঘটনা-দুর্ঘটনায়, আন্দোলন-সংগ্রামে, রাজনীতির ডামাডোলে কিংবা ‘ষাড়ের লড়াই-ভল্লুকের জরে’ ; বাংলার কোটি মানুষের, সাথে থাকবার।
অভিভাবক হয়ে, বন্ধু হয়ে, সহযোদ্ধা হয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে, কিছু মানুষের, এক সারিতে দাঁড়ানো। স্বপ্নপূরণের দ্বিতীয় ধাপে, স্বপ্নের ফেরিওয়ালাদের সন্ধান, অগ্নীপরীক্ষায় খুঁজে আনা, খাঁটিঁ সোনা। সৃষ্টিশীল আর কর্মঠ, কিছু মানুষের একাত্ততা।
জনগণের পক্ষে থাকার প্রত্যয়ের হাতিয়ার, বিশ্বের সর্বশেষ প্রযুক্তি। তারুণ্য আর অভিজ্ঞতার অনন্য সমন্বয়ে, নিরলস ছুটে চলেছে নিউজ টোয়েন্টিফোর। তুলে এনেছে, খবর। দেখিয়েছে, ঘটনা আবার তার পেছনের ঘটনা।
সংবাদকে দুঃসংবাদের ঘেরাটপ থেকে বের করে, সুসংবাদে সম্ভাবনার বাংলাদেশের কথা বলেছে, নিউজ টোয়েন্টিফোর।
টিভি পর্দার বাইরে, ডিজিটাল প্ল্যাটফর্মেও সমানভাবে সরব নিউজ টোয়েন্টিফোর। ফেসবুক, ইউটিউব কিংবা ওয়েবেও, যে কেনো সংবাদ তাৎক্ষণিক নেটিজেনদের কাছে পৌঁছে দিচ্ছে, টিম নিউজ টোয়েন্টিফোর।
শৃঙ্খলা, আন্তরিকতার আর ভালোবাসার এক সংসার নিউজ টোয়েন্টিফোর। যার কলেবরে, বিশ্বসেরা, সর্বশেষ প্রযুক্তি। যেখানে আছে, দেশসেরা, পরীক্ষিত, স্বপ্নপূরণে দৃঢ প্রতীজ্ঞ, অপরাজেয় তারুণ্য। যাদের অভিভাবক, একদল পেশাদার অভিজ্ঞ মানুষ।
নিরপেক্ষ না হয়ে জনগণের পক্ষে থেকে সামনের দিনগুলোতে, ঝিনুক ভেঙে মুক্তোর মতো ‘সত্য’ খবর বের করে আনবেই, টিম নিউজ টোয়েন্টিফোর।
SOURCE : News 24A New Dawn for Mirpur Slum Children
সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে বসুন্ধরা গ্রুপ
Bashundhara Eye Hospital Treats 250 Schoolchildren, Makes them Eye-Conscious
বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ‘এক হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে শুভসংঘ’
Now I can be Self-Sufficient, says Masura
‘এহন নিজের পায়ে দাঁড়াবের পারবো’
Bashundhara Group Helps Insolvent Women Attain Self-Reliance
বসুন্ধরা গ্রুপের কল্যাণে স্বাবলম্বী হচ্ছেন নারীরা
শুভসংঘের খাদ্যসামগ্রী পেল অসহায় পরিবার
মানিকগঞ্জে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল