গণমানুষের ঢল নেমেছিল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে। শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, আইনশৃঙ্খলা বাহিনী, সারা দেশের এজেন্ট, হকারসহ সব শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি ছিল দিনভর। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। আগত অতিথিদের বরণ করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। আগত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন, সত্য প্রকাশে কখনো পিছপা হয় না বাংলাদেশ প্রতিদিন। নিরপেক্ষ অবস্থানের কারণেই পত্রিকাটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে এবং টানা সাফল্য ধরে রেখেছে।
বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল ও সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক কামাল মাহমুদ, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু, বিজ্ঞাপন বিভাগের প্রধান সালাহউদ্দিন আহমেদসহ বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যরা। বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বীর মুক্তিযোদ্ধা : কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম), সাবেক মন্ত্রী জাফর ইমাম বীরবিক্রম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, মো. তাজুল ইসলাম সিআইপি, মো. শাহজাহান, ফরিদুল ইসলাম, কমান্ডার মো. আবুল বাসারসহ অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান। এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা তুলে দেওয়া হয়।
রাজনৈতিক দল : আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম রহমতউল্লাহ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার। শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, ঢাকা-১৮ আসনের এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, ঢাকা-১০ আসনের এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, সাবেক ছাত্রনেতা শাহাজাদা মহিউদ্দিন, সাবেক সংরক্ষিত আসনের এমপি ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আকতার তুহিন। ফুলেল শুভেচ্ছা জানান মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না ইয়াসমিন রিভা, যুুগ্ম সাধারণ সম্পাদক রিতু আকতার। কেন্দ্রীয় যুবলীগের পক্ষে শুভেচ্ছা জানান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সদস্য আরিফুল ইসলাম আরিফ, প্রভাষক চৈতালী হালদার চৈতী। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাজিদ রাসেল ও সুমন। রাতে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান, গাজীপুর সিটির সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান, তারেক রায়হান, ফ্রান্স ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান। প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রতিদিনকে শুভ কামনা জানাতে ছুটে আসেন যুবনেতা ইসমাইল চৌধুরী সম্রাট। শুভেচ্ছা জানান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি সোহরাব হোসেন স্বপন, সহসভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি আলী আকবর বাবুল, সহসভাপতি মহসিন মাহমুদ, সহসভাপতি মুরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহিম খলিল মারুফ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান নাদিম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি ম আবদুর রাজ্জাক, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্য শেখ জামাল প্রমুখ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি শেখ বজলু রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাদের খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান মিজু, শিল্প ও বাণিজ্য সম্পাদক খসরু চৌধুরী, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপ-কমিটির সদস্য এবং বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার। শুভেচ্ছা জানাতে আসেন যুব মহিলা লীগের সাবেক সহসভাতি কেহেলী কুদ্দুস মুক্তি, সাবেক ছাত্রলীগ নেত্রী জেসমিন সুলতানা নিঝুম, সুমনা আকতার লিলি। মৎস্যজীবী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল আলীম, ফিরোজ তালুকদার প্রমুখ।
বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ রিয়াজউদ্দিন নসু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, তথ্য গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক নূরে আলম ভূইয়া ইমন, মেহেদী হাসান, ওবায়দুল্লাহ রিদোয়ান প্রমুখ।
শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, জাপা নেতা দেলোয়ার সেন্টু, মেহেজেবুন্নেসা টুম্পা, আনোয়ার হোসেন, রাহগীর আল মাহী সাদ এমপি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র ও এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ফখর উজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, মনিরুজ্জামান টিটু, এম এ গোফরান, শাহ জামাল রানা, হাফসা সুলতানা, কাজী লুৎফুল কবির কাজী শামসুল ইসলাম রঞ্জন, শেখ রুনা, সাজিউল ইসলাম রকি, আবু সাঈদ লিয়ন, নজরুল ইসলামসহ অনেকে।
শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্র্থ, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম সদস্য সচিব জিলু খান, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ তৃণমূল বিএনপির মহাসচিব মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য মো. সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান হান্নান আহমদ খান বাবলু, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, লোকমান পাটোয়ারী, ডা. মামুন হাসিব ভূইয়া, নিজাম উদ্দিন সরকার, এ কে এম মইনুল হক, রুবেল খান, তানভীর পারভেজ, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক এমপি লায়ন এম এ আউয়াল, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ মুফাফসির সোসাইটির চেয়ারম্যান মাওলানা সেলিম হোসাইন আজাদী প্রমুখ।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে শুভেচ্ছা জানান ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ, কাফরুল থানা সেক্রেটারি আবু নাহিদ, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, ছাত্রনেতা জুলকারনাইন রায়হান প্রমুখ। ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান দক্ষিণের প্রচার-মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করীম পীর চরমোনাইর পক্ষ থেকে শুভেচ্ছা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব ও আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক ও মহানগর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, দলের মিডিয়া উপ-কমিটির সহকারী সমন্বয়কারী ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির। বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফয়সাল।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক মনসুরুল আলম মনসুর, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতি আবদুল কাইয়্যুম, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা হোসাইন আহমদ, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, সহকারী সদস্য সচিব আলতাফ হোসাইন, সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরীফ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল মির্জা, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক মো. তোফায়েল আহমেদ, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান হান্নান আহমদ খান বাবলু, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, লোকমান পাটোয়ারী, ডা. মামুন হাসিব ভূইয়া, নিজাম উদ্দিন সরকার, এ কে এম মইনুল হক, রুবেল খান, তানভীর পারভেজ, সম্মিলিত জাতীয় জোট-ইউএনএর মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেসি পার্টির সিনিয়র সহসভাপতি মোরশেদ আলম প্রিন্স, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবল, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয় শুভেচ্ছা জানান।
ব্যাংকার ও ব্যবসায়ী : বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্ট বাদল রায়, আমিনুল ইসলাম শাহীন, সহ-সম্পাদক বিধান মালাকার, ট্রেজারার উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ও আফতাব জুয়েলার্সের কর্মকার উত্তম ঘোষ, বাজুস রংপুরের সভাপতি এনামুল হক সোহেল ও শতরূপা জুয়েলার্সের কার্তিক কর্মকার। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাফওয়ান সোবহানের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম। শুভেচ্ছা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সভাপতি বিমল চন্দ্র রায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ, এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, পরিচালক আক্কাস মাহমুদ, আবু নাসের, ঢাকা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিএফটিআইর সিইও ড. জাফর উদ্দিন আহমেদ, মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল মান্নান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল অফিসার শাফিন ইকবাল, হেড অব কমিউনিকেশনস আজম খান, অগ্রণী ব্যাংকের মো. আরিফ, জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মুশফিকুর রহমান, প্রিন্সিপাল অফিসার মো. ইকবাল, ইসলামী ব্যাংকের নজরুল ইসলাম, রূপালী ব্যাংকের এহেতাশামুজ্জামান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, এনআরবিসি ব্যাংকের হারুন অর রশিদ ও আক্তারুজ্জামান, গ্লোবাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী ও কমিউনিকেশনস অ্যান্ড ব্রান্ডিং ডিভিশনের ইনচার্জ মো. সফিকুল ইসলাম, কমিউনিটি ব্যাংক লি.-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার ইয়াসের নূর, পদ্মা ব্যাংকের সামিনা খাতুন ও ফারিয়া ইসলাম, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নাজিয়া খানম, সোনালী ব্যাংকের পারভেজ চৌধুরী, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আসাদুল্লাহিল গালিব, নাভানা গ্রুপের জিএম (করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) পলাশ হাজরা, স্বপ্ন’র কামরুজ্জামান মিলু, সারা লাইফস্টাইলের শেখ রাহাত, মৌলভীবাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুম চৌধুরী, স্বপ্ন নিয়ে এনজিওর প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল হান্নান, বিটিএমএর প্রেসিডেন্টের পক্ষে জিয়াউল হাসান চৌধুরী, বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম, জনতা ব্যাংকের এজিএম মো. মুসফিকুর রহমান, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু ও ডিরেক্টর সালমা ইসলাম।
আইনশৃঙ্খলা বাহিনী : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল মোমেন, উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি, অতিরিক্ত উপ-কমিশনার মো. আশিক হাসান, সহকারী কমিশনার (মিডিয়া) মো. ইমরান হোসেন মোল্লা, ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার হুমায়ুন কবির, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান ও ট্রাফিক গুলশান বিভাগের পরিদর্শক দেলোয়ার হোসেন; সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি এ জেড এেম নাফিউল ইসলাম ও ট্রিপল নাইনের (৯৯৯) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ; পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান; বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি ও জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম; বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (মিডিয়া) লে. কমান্ডার আবদুর রহমান, মিডিয়া প্রতিনিধি শাওন রেজা, কবির হোসেন, আবুল কালাম, শুভ, রুবেল পারভেজ ও মো. কামরুল হাসান; বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিবের পক্ষে মেজর আবু রুশদ্ মোহাম্মদ সাঈখ এবং আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এবং মোহাম্মদ রেজাউল করিম শাম্মী শুভেচ্ছা জানান।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাবিদ : বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব অধ্যাপক এ কে এম মুনিরুল ইসলাম, ইউজিসির বেসরকারি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, অতীশ দীপঙ্কর ইউভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পাবলিক রিলেশন অফিসার নুরুজ্জামান হোসেন ফারাবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ বশিরুল ইসলাম ও সালেহীন কামাল, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ, অতিরিক্ত পরিচালক (পিআর) শেখ মাহাবুব রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পিআরও মো. জাহিদ হাসান, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর মোহাম্মদ আফিজুর রহমান, ডেপুটি ডিরেক্টর অব পাবলিক রিলেশন মো. ফয়েজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল ও সহকারী পরিচালক মুজিবুর রহমান খোকন প্রমুখ।
চিকিৎসক, আইনজীবী ও কূটনীতিক : মানস’র প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মণিলাল আইচ লিটু, অধ্যাপক ডা. আবদুল মান্নান সরকার, ডা. এম শমসের আলী, ডা. নওশীন শারমিন পূরবী, ডা. তানিয়া আলম, ডা. এম ইয়াসিন আলী, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ মো. আশরাফুল হক প্রমুখ।
ক্রীড়াবিদ ও সংগঠন : পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল গাফফার, সাবেক অধিনায়ক আমিনুল হক ও ঢাকা মোহামেডানের আবু হাসান প্রিন্স, বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষে মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী ফুল দিয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে শুভেচ্ছা জানান।
গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংগঠন : বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে প্রবেশ অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, একাত্তর টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, জাতীয় প্রেস ক্লাবের পক্ষে কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন ও সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের সম্পাদক জুয়েল মাজহার, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি নাসিমুল হাসান দোদুল, ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সদরুল হাসান, সম্পাদক শফিউল আলম দোলন ও নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, আজকের বিজনেস বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মেহেদি হাসান বাবু, স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বাংলা ইনসাডার লি.-এর চিফ রিপোর্টার আশরাফুল আলম আসিফ, শেয়ার বিজের হেড অব মার্কেটিং আরিফুর রহমান, ঢাকা পোস্টের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এইচ এম গোলাম মুরতুজা ছাড়াও প্রথম আলো, চ্যানেল আই, প্রতিদিনের সংবাদ, এনটিভি, শ্রীপুর প্রেস ক্লাব, কুমিল্লা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন শুভেচ্ছা জানায়।
পত্রিকা বিতরণকারী এজেন্ট ও হকার্স সংগঠন : বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি., সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি., বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র শিল্পকল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লি., বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, সংবাদপত্র বিতরণকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, সংবাদপত্র বিট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি., পল্লবী ও রূপনগর থানা সংবাদপত্র বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লি., বঙ্গবন্ধু পরিষদ, কাফরুল থানা শাখার নেতৃবৃন্দ। ব্যান্ডপার্টির বাজনায় তারা মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল। আনন্দে মেতে ওঠেন আগত অতিথিরা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব : শাকিব খান, অনন্ত, বর্ষা, আরিফিন শুভ, অপু বিশ্বাস, বুবলী, দিঠি আনোয়ার, তারিন জাহান, আরজু, বাপ্পী, সাইমন, ইমন, মিশা সওদাগর, সজল, জ্যোতিকা জ্যোতি, কেয়া, শান্তা ইসলাম, ফারজানা ছবি, ছটকু আহমেদ, কাজী হায়াৎ, সাইদুর রহমান সাইদ, নূর মো. মনি, আবদুল আজিজ, নাদের চৌধুরী, সিমরান লুবাবা, পূজা চেরী, বেলাল খান, তানজিনা রুমা, মেসবাউদ্দীন আহমেদ, আশীষ কুমার চক্রবর্তী, বিপ্লব সাহা, আওলাদ হোসেন উজ্জ্বল, আদর আজাদ, রোকেয়া প্রাচী, অধরা খান, লোপা, রেহান রসুল, খালেকুজ্জামান, ফাহিম ফয়সাল, লিনা খান, আলী হাসান, সৈকত নাসির, কামরুজ্জামান রাব্বী, অয়ন চাকলাদার, শান, আলম আরা মিনু, মিলন, মং, তাসলিমা মৌ, শাহরীন মীম, সোনিয়া রিফাত, কৃতিকা, রুবিনা আলমগীর প্রমুখ।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান : আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন) ফয়সাল এম রানা ও আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন) মোহাম্মদ তানভীরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ, আমিন মোহাম্মদ গ্রুপের মিডিয়া ম্যানেজার মো. ইব্রাহিম খলিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি ফজলে রেজা সুমন, সাধারণ সম্পাদক শেখ মেহেদী আহসান, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর নেতৃত্বে অধ্যাপক ডা. শওকত আরমান, কর্মকর্তা জিল্লুর খান, হুমায়ুন কবির সোহান, ডা. রাজেশ শিকদার, মৌসুমী আক্তার, আঁখি আক্তার, সাদিয়া খাতুন শুভেচ্ছা জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় হাসপাতাল থেকে লিখিত শুভেচ্ছা বার্তা পাঠান।
শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রবাসী পল্লী গ্রুপের হেড অব পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন সিকদার এম আরিফুল আলম, ডিবিএইচ ফাইন্যান্স প্রা.লি.-এর এসএভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ইমতিয়াজ এলাহি সোহেল, ডিবিএইচ ফাইন্যান্স প্রা.লি.-এর ডিজিটাল মার্কেটিং আবিদুর রহমান, নির্বাহী ক্লাইন্ট রিলেশন তাকবীর জামান, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোং লি.-এর হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এম মাহফুজুর রহমান (টুটুল), মো. শামিম, প্রচিত আইএমসিএর ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন, পরিচালক রওশান আরা মিলি, এনেক্স কমিউনিকেশন লি.-এর ডিরেক্টর শরীফ সাব্বির, চিফ অ্যাকাউন্টস শাহীন সরকার, ম্যানেজার অ্যাকাউন্টস মো. মাহাবুবুল আলম, দি কানেকশন অ্যাডভার্টাইজমেন্টের মিডিয়া ম্যানেজার মনি মোহন হালদার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সোহেল মিয়া, অ্যাকাউন্টস ম্যানেজার জীবন পেরেয়া, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ পিপুল, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের ডেপুটি হেড অব মিডিয়া মুহাম্মদ ফরহাদ, ক্রিয়েটিভ মিডিয়ার জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান, ডিসকভারি অ্যাডভার্টাইজমেন্টের পরিচালক সাহেব আলী মালিক, এম এম অ্যাডভার্টাইজমেন্টের সহকারী ম্যানেজার মাজহারুল ইসলাম খন্দকার, সারা অ্যাডভার্টাইজমেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, গোমতী অ্যাডভার্টাইজমেন্টের পরিচালক মোস্তাক আহমেদ রনি, সোনোটেক্স গ্রুপের ডেপুটি ম্যানেজার-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন এস কে রাহাত অয়ন, এক্সিকিউটিভ-মিডিয়া জাবেদ হাসান ফাহিম, ইস্কয়ার ইলেকট্রনিক্স লি.-এর ম্যানেজার মিডিয়া মো. মাইনুল ইসলাম খান, নতুনধারা অ্যাসেট লি.-এর পরিচালক মো. শাহিন মিয়া, টিভিএস অটো বাংলাদেশ লি.-এর অফিসার মার্কেটিং মো. শরিফুল আলম আশিক, সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজের হেড অব গ্রাফিক্স ফরহাদ হোসেন, এপেক্স ক্লাব অব আশুগঞ্জের প্রেসিডেন্ট মো. মোশারফ হোসেন, ফ্যাক্টর থ্রি সল্যুয়েশন্সের সিইও মো. সাহেদ হোসেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পিআরও মো. জাহিদ হাসান, উইএসইটির ডেপুটি ডিরেক্টর মোশারফ হোসেইন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর মোহাম্মদ আফিজুর রহমান, ডেপুটি ডিরেক্টর অব পাবলিক রিলেশন মো. ফয়েজ, অপ্পো বাংলাদেশের ব্র্যান্ড প্রোমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব, আইসিডিডিআর’বির ইনফরমেশন ম্যানেজার ফারিয়া আবদুল্লাহ, এনার্জিপ্যাক লি.-এর স্পেশালিস্ট মার্কম আমিন মাহমুদ, এসিআই লজিস্টিক লি. স্বপ্ন-এর মিডিয়া ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু), ইনফিনিক্স মোবাইল লি.-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি, মিডিয়া কম লি.-এর ডিজিটাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহ সাইফুল্লাহ আল জাকারিয়ান, ইস্কিমি বাংলাদেশের মিডিয়া ম্যানেজার আইয়ুব শাহরিয়ার, স্টার কম ডিজিটাল মিডিয়ার ম্যানেজার ফাহিম ইসলাম, প্রাণ আরএফএলের ডিজিটাল মিডিয়ার ডেপুটি ম্যানেজার হাসান হাসিবুর রহমান রিসাত, নভোএয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন) নীলাদ্রি মহারত্ন প্রমুখ।
শুভেচ্ছা জানাতে আসেন বিকাশ লি.-এর ইভিপি অ্যান্ড হেড অব ডিপার্টমেন্ট শামসুদ্দিন হায়দার ডালিম, নগদ-এর সহকারী ম্যানেজার পিআর মো. লুৎফর জামান সরকার, হেড অব পাবলিক কমিউনিকেশন মো. জাহিদুল ইসলাম, এডবিলিভ-এর ম্যানেজিং ডিরেক্টর কে এম আমিনুর রহমান, ম্যানেজার বিজনেস ডেভেলমেন্ট রিচার্ড রোজারিও, দারাজ বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার রাইসুল ইসলাম বাপ্পি, এশিয়াটিক-মাইন্ডশেয়ার লি.-এর সিনিয়র অফিসার সিহাব, এমবিএ বাংলাদেশ মিডিয়ার সিনিয়র মিডিয়া ম্যানেজার মো. মাহফুজ উল ইসলাম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়ালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ন কবির (কবি), ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. সাহেল মিয়া, অ্যাডফিনিক্সের লিভ বিজনেস অ্যান্ড গ্রোথ মো. হোসনে মোবারক অপু, পদ্মা ব্যাংক লি.-এর পাবলিক রিলেশন ম্যানেজার ফারাবি মোশাররফ, অফিসার শামিমা খাতুন রশ্মি, এবিসি রিয়েল এস্টেটের ম্যানেজার মো. আতিকুর রহমান ভূইয়া, স্বপ্ন নিবাস-এর সিনিয়র নির্বাহী (মিডিয়া অ্যান্ড প্রমোশন) তাহসিন মোহাম্মদ, রেডিসন ব্লু ঢাকার মার্কেটিং কমিউনিকেশন এক্সিকিউটিভ তাসফিন আহমেদ, এয়ারস্ট্রা-এর ডেপুটি ম্যানেজার পাবলিক রিলেশন সাকিব হাসান শুভ, আমারি ঢাকার সিনিয়র নির্বাহী ডিজিটাল মার্কেটিং মেহজাবিন মোস্তফা, ঢাকা রিজেন্সি হোটেলের সহকারী ম্যানেজার পিআর দেওয়ান ফারহান মাসুক ইরা, ওয়েস্টিন ঢাকার পাবলিক রিলেশন ম্যানেজার শেরিনা ওয়াহিদ, টপ অব মাইন্ড বাংলাদেশ-এর সিনিয়র মিডিয়া অফিসার জাহাঙ্গীর, ব্যাংগল কমার্শিয়াল ব্যাংক লি.-এর সিনিয়র ম্যানেজার ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাজিয়া খানম, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. তানভির আহমেদ, ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, গাংচিল অ্যাডভার্টাইজমেন্টের পরিচালক মো. ইসমাইল আসিফ, পরিচালক মো. মনিরুজ্জামান মাসুদ, নাভানা গ্রুপ লি.-এর জেনারেল ম্যানেজার প্রসিন কুমার, নাভানা টয়োটার সহকারী ম্যানেজার মোস্তফা জামান কবির, প্রতিভা হেলথ-এর হেড অব মার্কেটিং সাফাত আলী চয়ন, দ্য মেটাল-এর ডেপুটি ম্যানেজার অ্যান্ড ইনচার্জ ব্যান্ড কমিউনিকেশন মীর মুহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনHospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf