নানা শ্রেণি ও পেশার মানুষের ঢল নেমেছিল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে। শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, কুটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, সারা দেশের এজেন্ট, হকারসহ সব শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি ছিল দিনভর। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৩ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করে বাংলাদেশ প্রতিদিন।
অনুষ্ঠানে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। আগত অতিথিদের বরণ করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করল সব স্তরের পাঠকের প্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী দলসহ সর্বস্তরের রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব, চিকিৎসক, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল অনুষ্ঠানে। উৎসবের ঢল নামে পুরো এলাকায়। অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন, সত্য প্রকাশে কখনো পিছপা হয় না বাংলাদেশ প্রতিদিন। নিরপেক্ষ অবস্থানের কারণেই পত্রিকাটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে।
আয়োজনে সুস্বাদু খাবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের পাশাপাশি ছিল জনপ্রিয় সংগীতশিল্পীদের মন-মাতানো পরিবেশনা। তাঁরা দিনভর মাতিয়ে রাখেন অতিথিদের। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিন অফিসে আসেন ফুলের ডালি নিয়ে। ১৩ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় আইসিসিবির পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স প্রাঙ্গণ। আলোকসজ্জার পাশাপাশি রংবেরঙের ব্যানার-ফেস্টুনে সজ্জিত ছিল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্র জগতে এক নতুন মাত্রা যোগ করেছে।
চলচ্চিত্র অভিনেতা শাকিব খান বলেন, বাংলাদেশ প্রতিদিন একটা বিশাল অবস্থানে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জুয়েল মাজহার এবং ডেপুটি এডিটর তপন চক্রবর্তী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম), জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মশিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ডিবির প্রধান হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেতা আব্দুন নূর সজল, নাট্য অভিনেতা নাদের খানসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
SOURCE : কালের কণ্ঠরাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
Tree Plantation Campaign Held at Rajshahi University
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা রোপণ
Tree Plantation Initiative by Bashundhara Shuvosangho in Saidpur
উপকূলের অসহায় নারীদের পাশে বসুন্ধরা গ্রুপ
Bashundhara Group Stands by Vulnerable Women on the Coast
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে উপকূলীয় দরিদ্র নারীদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান
Bashundhara Group Provides Training and Sewing Machines to Poor Coastal Women
৫৩ লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ বসুন্ধরা ফাউন্ডেশনের
Bashundhara Foundation Distributes Tk 5.3 Million in Interest-Free Loans