All news

‘কম্বল পায়া হামার খুব উপকার হইল’

‘কম্বল পায়া হামার খুব উপকার হইল’

কুড়িগ্রামে বসুন্ধরা শুভসংঘ চিলমারী উপ‌জেলা শাখার উদ্যো‌গে শীতার্ত‌দের মা‌ঝে কম্বল বিতরণ করা হ‌য়ে‌ছে। 
আজ রবিবার দিনভর উপজেলার চর শাখাহাতি, কড়াইবরিশাল, রমনাসহ ক‌য়েক‌টিস্থানে ১৫০ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ ক‌রেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এতে আর্থিক সহায়তা ক‌রেন চিলমারীর ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান।

এ সময় চর শাখাহা‌তির বৃদ্ধা জয়নব ‌বেওয়া (৭৬) ব‌লেন, ‘এই জারত খুব কষ্ট হছ‌লো বাবা।

আইতত ঠাণ্ডা‌ত নিন্দ ধর‌বের চায় না। তোমার কম্বল কোনা পায়া এলাসে‌ন আইতত নিন্দ পার‌বের পাম।’
জ‌হুর আলী (৬৪) না‌মে আরেকজন ব‌লেন, ‘চরত খুব ঠাণ্ডা। আইতত ঝ‌ড়ির ম‌তো শীত প‌ড়ে।

বিছানাত শুত‌লে গাও গরম হয় না। হামরা গরীব মানুষ লেপ তোষক নাই। কম্বল পায়া হামার খুব উপকার হইল।’
কম্বল বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন- শুভসং‌ঘ চিলমারী উপ‌জেলা শাখার সভাপ‌তি গোলাম ছারওয়ার, সহ-সভাপ‌তি এইচ এম মেহেদী, সাধারণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক রকি, সাংগঠনিক সম্পাদক জায়েদ ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক এস এম রাফি, কার্যকরী সদস্য মমিনুল ইসলাম বাবু, সদস‌্য মমিনুল ইসলাম, হাবিবুর রহমান ও আরিফ মামুন।

SOURCE : কালের কণ্ঠ