All news

৭০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স

৭০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স

ব্যাংক এশিয়ার নেতৃত্বে ছয়টি ব্যাংক থেকে ৭০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঋণদাতা অপর ব্যাংকগুলো হল- ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যাংক এশিয়া লিমিটেড লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সাথে ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।”

বৃহস্পতিবার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে এ উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো, আরফান আলীসহ ঋণ প্রদানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

SOURCE : bdnews24

Also Published In