All news

সুনামগঞ্জে বসুন্ধরার কম্বল পেলেন প্রতিবন্ধীরা

সুনামগঞ্জে বসুন্ধরার কম্বল পেলেন প্রতিবন্ধীরা

সুনামগঞ্জে শতাধিক প্রতিবন্ধী পেয়েছেন বসুন্ধরা শুভসংঘের উন্নত কম্বল। আজ সোমবার সকালে জেলা শহরের হাসননগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের সামনে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এই কম্বল বিতরণ করেন। 

এদিকে তীব্র শীতের মধ্যে উন্নত কম্বল পেয়ে খুশি প্রতিবন্ধীরা। তাদের চোখে মুখে ছিল প্রাণোচ্ছলের ছাপ।

এছাড়া দুপুরে জেলার দোয়ারাবাজার উপজেলা সদরেরর দলেরগাঁও পয়েন্টে প্রায় ৫০০ শীতার্তদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানসহ স্থানীয় সংবাদকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
টেবলাই গ্রামের দিনমজুর উসমান আলী বলেন, ‘গত ১৫ দিন ধরে ঠাণ্ডায় কাহিল গরীব মানুষজন। শীতে কষ্ট হচ্ছে।

আজ না চাইতেই বসুন্ধরা গ্রুপ আমাদের এলাকার ৫০০ জনকে উন্নত কম্বল দিয়েছে। এই কম্বল পেয়ে অনেকের শীত নিবারণের সুযোগ হলো। আমরা বসুন্ধরা গ্রুপের জন্য প্রার্থনা করছি। দেশ ও মানুষের কল্যাণে তাদের যাত্রা অব্যাহত থাকুক।’ 
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘হাওরাঞ্চলের দুর্গম এলাকায় গত চারদিন ধরে আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছি। এই শীতে হাওরের অসহায় মানুষরা কম্বল পেয়ে খুশি। ভবিষ্যতেও শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ আর্ত মানবতার সেবায় এই কার্যক্রম অব্যাহত রাখবে।’

SOURCE : কালের কণ্ঠ