বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সমুদ্র তীরবর্তী কুয়াকাটা পৌরসভার অসহায় জেলে, দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকালে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনাল চত্বরে ২২০ জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন কুয়াকাটা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মন্নান।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক জাকারিয়া জামান, প্যানেল মেয়র মনির শরীফ, শুভসংঘ কুয়াকাটা শাখার সভাপতি মো. ইব্রাহিম ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সাগর প্রমুখ।
কম্বল নিতে আসা মোহাম্মদ ইউনুস হাওলাদার (৬৫) বলেন, ‘কম্বল কেনার টাকা নাই আমার, আমাকে কম্বল দিছে আমার খুব খুশি হয়েছি।’
কম্বল নিতে আসা বৃদ্ধা মনোরা বেগম (৫৫) বলেন, ‘কয়দিন যাবৎ শীত অনেক বেশি, কম্বলটা পেয়ে আমার উপকার হয়েছে, মাঝে মাঝে এমন কেউ দিলে আমাদের জন্য ভালো হবে।’
বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা শাখার সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সংগঠনের মাধ্যমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের শাখার উদ্যোগে আমরা আজকে ২৫০ জন মানুষকে কম্বল বিতরণ করলাম।’
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘আমাদের সংগঠনের উদ্যোগে প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
সমাজের সকলের কাছে অনুরোধ আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান।’
কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Kushtia
শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Shajahanpur
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Feni
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Receive Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho