All news

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে বসুন্ধরা গ্রুপ

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে বসুন্ধরা গ্রুপ

টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শহীদ হওয়া তিন ফায়ার ফাইটারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনরত অবস্থায় জীবন উৎসর্গ করা এসব ফায়ার ফাইটারের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান। সহায়তা গ্রহণ করেন শহীদ ফায়ার ফাইটার মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার এবং শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, “যারা চলে গেছেন, তাদের ফিরিয়ে আনার উপায় নেই, কিন্তু তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আনভীর বসুন্ধরা গ্রুপের এই সহায়তা পরিবারগুলোর জন্য বড় শক্তি হয়ে দাঁড়াবে।” তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের একদিনের বেতন থেকে গঠিত তহবিল থেকেও নিহতদের পরিবারের জন্য সহায়তা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম, উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান বলেন, “এবিজি চেয়ারম্যান সবসময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের দায়িত্ব সমাজের। সেই জায়গা থেকেই এই সহায়তা দেওয়া হয়েছে।” তিনি জানান, গ্রুপের চেয়ারম্যান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত সেপ্টেম্বরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার ফাইটার প্রাণ হারান। তাদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

SOURCE : আজকালের খবর