মাদারীপুর জেলার শিবচরে বিনামূল্যে ৫ শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের চরশেখপুর এলাকায় স্থানীয় ডা. কেয়ামুদ্দিন মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে এ চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকে দিনব্যাপী চলে এই কর্মকাণ্ড।
জানা গেছে, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের চরশেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষুসেবার আয়োজন করে ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশন। চক্ষুশিবিরে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে ৫ শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েবের তত্ত্বাবধানে ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা, ডা. তাসরুবা শাহনাজসহ আটজনের একটি দল চিকিৎসাসেবা দেন। বসুন্ধরা আই হসপিটালের ক্যাম্প অর্গানাইজার মো. আবু তোয়াব জানান, ব্যাপক সাড়া পড়েছে প্রত্যন্ত এই এলাকায়। সারা দেশেই এই কার্যক্রম চলছে। যাদের অপারেশন দরকার তাদের বসুন্ধরার নিজ খরচে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। এর মধ্যে যাদের চোখে ছানি ছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নিয়ে যাওয়া হবে।’ এদিকে প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত এই চরশেখপুর গ্রাম। সাধারণ মানুষের হাতের নাগালে নেই চিকিৎসাসেবা। নিজেদের হাতের নাগালে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন স্থানীয়রা। ঘরে বসে সেবা পাওয়ার পাশাপাশি ঢাকায় গিয়ে বিনামূল্যে অপারেশনের খবরে তারা আনন্দিত।
চিকিৎসা নিতে আসা একাধিক রোগী বলেন, ‘বসুন্ধরা চক্ষু হাসপাতালের ডাক্তাররা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন। আমরা খুবই খুশি ঘরের কাছে বিনামূল্যে এত ভালো সেবা পেয়েছি।’ ৯০ বছর বয়সি মুয়রজান বেগমের চোখে সমস্যা দীর্ঘদিন থেকেই। বিনামূল্যে চিকিৎসা করাতে পেরে দারুণ খুশি তিনি। তিনি জানান, আমার ছেলেমেয়ে নেই। নাতির কাছে থাকি। তারাও গরিব। বিনামূল্যে চিকিৎসা পেয়ে ভালোই লেগেছে। জানতে চাইলে ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় নিজ এলাকায় বিনামূল্যের চক্ষু চিকিৎসার আয়োজন করতে পেরে আমি আনন্দিত।’
SOURCE : বাংলাদেশ প্রতিদিনকুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Kushtia
শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Shajahanpur
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Feni
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Receive Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho