All news

বিনা মূল্যে আরো ৪০ রোগীর অস্ত্রোপচার

বসুন্ধরা আই হসপিটালে বিনা মূল্যে আরো ৪০ রোগীর অস্ত্রোপচার

চোখে ছানি পড়ে প্রায় অন্ধ হওয়ার অবস্থা এনামুল হকের (৭৫)। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনা মূল্যে তাঁর চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।

এনামুলের বাড়ি কুমিল্লার মাটিয়া এলাকায়।

অস্ত্রোপচারের পর তিনি কালের কণ্ঠকে বলেন, ‘শুরুতে এক চোখে ছানি হয়। এরপর ধীরে ধীরে দুই চোখেই সমস্যা বাড়তে থাকে। আজ (গতকাল) অপারেশন হলো। কোনো টাকা লাগেনি।
থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা উনারা করছেন। আমি তাঁদের জন্য দোয়া করি।’
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল দিনব্যাপী গরিব-দুস্থ ৪০ জনের চোখের ছানি ও মাংস বৃদ্ধির অস্ত্রোপচার করা হয়।

ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারে অংশ নেন ডা. মজুমদার গোলাম রাব্বি ও ডা. আক্তার ফেরদৌসি জাহান।

SOURCE : কালের কণ্ঠ