দেশের সববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার পেয়ে সংসারে সচ্ছলতা ফেরানোর পাশাপাশি স্বপ্ন জয়ের সুযোগ পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার ৪০ দরিদ্র নারী। পাঁচ মাসের প্রশিক্ষণ শেষে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তন ও পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বরে গতকাল তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পরে ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামে বসুন্ধরা শুভসংঘের স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগসহ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক, বসুন্ধরা মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফজাল রাজন, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক জেম, রাসেল আহমেদ, শুভসংঘের পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আমাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি জেলায় এবং সম্ভব হলে উপজেলায়ও প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে। তার অংশ হিসেবেই জয়পুরহাটের দুই উপজেলায় ৪০ নারীকে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।’
বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলাই মেশিন পাওয়া ক্ষেতলাল উপজেলার বর্ষা আক্তার, পাঁচবিবি উপজেলার লিমা আক্তার বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় স্বপ্ন জয়ের সুযোগ পেয়েছেন। সেলাই মেশিন পেয়ে তাদের অভাবের সংসারে সচ্ছলতা ফিরে আসবে। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি টাকা সঞ্চয় করা যাবে।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের