All news

বসুন্ধরা ফাউন্ডেশনের ৭০তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ

বসুন্ধরা ফাউন্ডেশনের ৭০তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার দূর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন ৭০তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। সর্ব সাধারণের জীবন-যাত্রার মান স্বাভাবিক রাখতে বসুন্ধরা ফাউন্ডেশন ঋণ বিতরণ করে যাচ্ছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ বিতরণের অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই এফসিএস। এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমূন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, জুনিয়র অফিসার শাহজাহান, মোহাম্মদ বাছির প্রমুখ।

প্রধান অতিথি এম নাসিমুল হাই এফসিএস বলেন, ‘বসুন্ধরার আর্থিক সহায়তায় স্বচ্ছ হউন, নিজের পায়ে দাঁড়ান। বাংলাদেশের সুনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ধারাবাহিকভাবে মানুষের কল্যাণে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করছে। নদী এলাকা বাঞ্ছারামপুরের মানুষগুলো ঋণ গ্রহণ করে, যেভাবে বিনিয়োগ করছে তারা বেশিদিন আর অসচ্ছল থাকবে না। তাদের সচ্ছল করে তোলাই গ্রুপের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য।’
সভাপতি ময়নাল হোসেন চৌধুরীর বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুধু সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণসহ গরিব অসহায় লোকদের মাঝে ওষুধসহ স্বাস্থ্য সেবা ফ্রি প্রদান করে থাকে। গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করছে। যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে না যায় এবং উচ্চ শিক্ষা অর্জন করতে পারে। গরিব মেয়েদের মাঝে প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ করছে।

বসুন্ধরা গ্রুপ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যাতে করে তৃণমূল মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসতে পারে। বসুন্ধরা গ্রুপ চাচ্ছে গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষ গুলোর অর্থনীতির চিত্র পাল্টিয়ে দিতে।’
তিনি আরো বলেন, ‘বসুন্ধরা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ঋণের টাকা কোনো প্রকার অবৈধ কাজে বিনিয়োগ করা যাবে না। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ক্লান্তিকালে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপ।

আজ পর্যন্ত প্রায় ২৬ হাজার ৩৫১ জন হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত লোক বসুন্ধরা গ্রুপের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ পেয়ে ৩৩টি স্কিমের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছে। আজ মঙ্গলবার ৪২৮জন উপকারভোগীর মাঝে ৭০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ৩১২জন প্রত্যেকে ১৫ হাজার করে ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা, তৃতীয় ধাপে ১১৬ জন প্রত্যেকে ২০ হাজার করে ২৩ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই ঋণ শুধুমাত্র মহিলাদের মাঝে বিতরণ করা হয় যা দিয়ে হাঁস-মুরগি, গরু-ছাগল এবং শাক-সবজি চাষসহ ৩২ প্রকার কাজে মহিলারা এই ঋণের অর্থ বিনিয়োগ করে খুবই উপকার পাচ্ছে। ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব-এর সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত ঋণ দিয়ে যাচ্ছে। এই ঋণের পরিধি প্রথম দিকে শুধু বাঞ্ছারামপুর উপজেলা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা পার্শ্ববর্তী উপজেলা হোমনা ও নবীনগরে বিস্তার লাভ করেছে।’
শুটকিকান্দি গ্রামের রোজিনা আক্তার (২৩) বলেন, ‘এই টাকা নিয়া ১টা বাছুর কিনমো, জমির গাস খাওয়াইয়া বড় করতে পারলে অনেক লাভ হইবো।’

পাহাড়িয়াকান্দি গ্রামের লিপি বেগম  (৩৫) বলেন, ‘এই টেহা গুলি আমার অনেক কাজে লাগবো। ছুঢু ছুঢু হাঁস-মুরগির বাচ্ছা কিনমো ৬ মাসের মধ্যে আমার টেহা গুলো ডাবল হইবো। আল্লাহর কাছ বসুন্ধরার মালিকগ লাইগা দোয়া করমো।’ বাহাদুরপুর গ্রামের খাদিজা (৩৫) বলেন, ‘এই টেহা দিয়া আমি একটা বাছুর কিনব। বাছুরটা বড় হলে অনেক টাকা বেছমু। তহন আর টেহার অভাব থাকতো না। বসুন্ধরার হগলের লাইগা দোয়া করি।’

SOURCE : কালের কণ্ঠ