নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। রবিবার (২৫ আগস্ট) দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করে এই প্রতিষ্ঠানটি। এর আগের দিন বিকেলে প্রবল বর্ষণের মধ্যে গভীর রাত পর্যন্ত তাদের হাতে তুলে দেন বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা।
শনিবার সারা রাত বৃষ্টিতে ভিজে বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ছাত্র-ছাত্রী বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের বিভিন্ন বাড়িতে যান।
রবিবার সকালে ভোরে উঠে জেলার সবচাইতে বেশী বন্যাকবলিত বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর, ভবানী জীবনপুর, ফরাজি বাড়ি, দোয়ানী বাড়ি এলাকাসহ বহু এলাকায় বর্ষণের মধ্যে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের দেওয়া ত্রান সামগ্রী তুলে দেন তারা।
সেখানে স্থানীয় তৈয়বপুর শাহী জামে মসজিদের পাশে উঁচু স্থানে আশ্রয় নেওয়া বেশ কিছু হিন্দু পরিবারের মধ্যে ত্রানসামগ্রী তুলে দেন বসুন্ধরার প্রতিনিধিরা। এ সব ত্রানসামগ্রী বিতরণে কাজে বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতা ও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ ছাত্র-ছাত্রী অংশ নেন।
তারা এ সময়ে তৈয়বপুর, ভবানী জীবনপুর, ফরাজি বাড়ি, দোয়ানী বাড়িসহ ঐ এলাকার মসজিদে আশ্রয় নেওয়া হিন্দু পরিবারসহ বন্যার্তদের জন্য খাদ্য ও ওষুধ সহায়তা পৌঁছে দেন।
ডিঙ্গি নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশ নেন বসুন্ধরা মিডিয়া সমন্বয়ক মাসুদ রানা, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, নোয়াখালী বন্ধুসভার সদস্যরা ছাড়াও ঢাকা থেকে আগত ছাত্র আকবর হোসেন রনি, নাসির আলম নিসু, আরমান হোসেন, মো. হিমেল, রিফাত হোসেনসহ আরো অনেকে।
এদিকে বসুন্ধরা গ্রুপের ত্রাণসামগ্রী পেয়ে বসুন্ধরা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্যাকবলিতরা।
বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের