নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। রবিবার (২৫ আগস্ট) দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করে এই প্রতিষ্ঠানটি। এর আগের দিন বিকেলে প্রবল বর্ষণের মধ্যে গভীর রাত পর্যন্ত তাদের হাতে তুলে দেন বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা।
শনিবার সারা রাত বৃষ্টিতে ভিজে বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ছাত্র-ছাত্রী বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের বিভিন্ন বাড়িতে যান।
রবিবার সকালে ভোরে উঠে জেলার সবচাইতে বেশী বন্যাকবলিত বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর, ভবানী জীবনপুর, ফরাজি বাড়ি, দোয়ানী বাড়ি এলাকাসহ বহু এলাকায় বর্ষণের মধ্যে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের দেওয়া ত্রান সামগ্রী তুলে দেন তারা।
সেখানে স্থানীয় তৈয়বপুর শাহী জামে মসজিদের পাশে উঁচু স্থানে আশ্রয় নেওয়া বেশ কিছু হিন্দু পরিবারের মধ্যে ত্রানসামগ্রী তুলে দেন বসুন্ধরার প্রতিনিধিরা। এ সব ত্রানসামগ্রী বিতরণে কাজে বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতা ও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ ছাত্র-ছাত্রী অংশ নেন।
তারা এ সময়ে তৈয়বপুর, ভবানী জীবনপুর, ফরাজি বাড়ি, দোয়ানী বাড়িসহ ঐ এলাকার মসজিদে আশ্রয় নেওয়া হিন্দু পরিবারসহ বন্যার্তদের জন্য খাদ্য ও ওষুধ সহায়তা পৌঁছে দেন।
ডিঙ্গি নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশ নেন বসুন্ধরা মিডিয়া সমন্বয়ক মাসুদ রানা, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, নোয়াখালী বন্ধুসভার সদস্যরা ছাড়াও ঢাকা থেকে আগত ছাত্র আকবর হোসেন রনি, নাসির আলম নিসু, আরমান হোসেন, মো. হিমেল, রিফাত হোসেনসহ আরো অনেকে।
এদিকে বসুন্ধরা গ্রুপের ত্রাণসামগ্রী পেয়ে বসুন্ধরা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্যাকবলিতরা।
কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Kushtia
শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Shajahanpur
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Feni
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Receive Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho