বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক।
ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, আমি এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। রমজানে একজন রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ। ইফতারে কোনো ধনী-গরিব থাকে না। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করেন। বসুন্ধরা শুভসংঘ সওয়াবের একটি কাজ করতে এগিয়ে এসেছে। সবাই মিলে ইফতার করলে আমাদের পারস্পারিক সম্পর্কও আরও ভালো হয়। এ ধরনের উদ্যোগ আরও বেশি নেওয়া দরকার। তাহলে আমাদের সবার মধ্যে সম্প্রীতি বাড়বে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক বলেন, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইসলামের আলোয় জীবন আলোকিত করে তুলতে হবে।
বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তন্ময় কুমার বলেন, আমাদের উদ্যোগটা ছোট, কিন্তু আমরা চেয়েছি সবাইকে নিয়ে ইফতার করতে। আগামীতে আমরা আরও বেশি মানুষ নিয়ে আয়োজন করতে চেষ্টা করব।
বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান সাইফ, সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার, দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হান, বিতর্ক সম্পাদক আশরাফুল ইসলাম সিয়ামসহ অনেকে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ইফতার বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
SOURCE : Banglanews24ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Gives Food Assistance to Underprivileged Madrasha Students
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Items in Monohardi of Narsingdi