All news

নিয়ামতপুরের শীতার্তদের মাঝে আবারও কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

নিয়ামতপুরের শীতার্তদের মাঝে আবারও কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আরো কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা কয়েক শ গরিব অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। তাদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষও ছিল।

আজ মঙ্গলবার সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে সামড়া গ্রামের বাসিন্দা মালো (৯০) বলেন, ‘নিয়ামতপুরে এবার মেলা ঠাণ্ডা। বাড়ির কাছেই কম্বল পাঠাইছে বসুন্ধরা। হামি মেলা খুশি।’

একই এলাকার সুমরী (৮২) বলেন, ‘খুব ঠাণ্ডা, কম্বলটায় হামারে অনেক আরাম দিবে।’
মহাপাড়া গ্রামের বাসিন্দা কুঞ্জু বালা (৫০) বলেন, ‘বাবা এইখানে কেউ কিছু নিয়ে আসে না। বসুন্ধরাই একমাত্র আমাগো চিন্তা করেছে। বসুন্ধরার জন্য আমরা অনেক দোয়া করি।’ কোচপাড়া গ্রামের বাসিন্দা শংকর বর্মন (৬৫) বলেন, ‘এত কষ্ট করি।

কেউ আমাদের কথা চিন্তা করে না। বসুন্ধরা আমাদের কথা চিন্তা করে কম্বল নিয়ে আসছে।  আপনাদের জন্য দোয়া করি। বসুন্ধরার মালিকরা সুখে থাকুক।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান নঈম, কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আকতার রানা, দৈনিক কালের কণ্ঠের নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন, বসুন্ধরা গ্রুপ নিয়ামতপুর উপজেলার সাইড ম্যানেজার জাকির হোসেন, নিয়ামতপুর বসুন্ধরা প্রজেক্ট সমন্বয়কারী রাসেল প্রমুখ।

নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। আমরা আশা করব বসুন্ধরা গ্রুপ নিয়ামতপুরে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশীদার হবেন।’

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান নঈম বলেন, ‘আমার ইউনিয়নের হাজার হাজার শীতার্ত মানুষকে বসুন্ধরা গ্রুপ কম্বল দিয়েছে। এমন কোনো পরিবার নাই, বসুন্ধরা গ্রুপের কম্বল পাই নাই। আমরা আশা করব বসুন্ধরা গ্রুপ আধুনিক নিয়ামতপুর তৈরিতে সার্বিক সহযোগিতা করবেন। বসুন্ধরার মতো সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

SOURCE : কালের কণ্ঠ