All news

দেশের বাজারে যাত্রা শুরু বীর সিমেন্টের

দেশের বাজারে যাত্রা শুরু বীর সিমেন্টের

জমকালো লোগো উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বসুন্ধরা গ্রম্নপের 'বীর সিমেন্টের'। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার অডিটোরিয়ামে 'বীর সিমেন্টের' লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বাংলাদেশের ৫০তম বিজয়ের দিবস উদ্‌যাপনের প্রাক্কালে এ ব্র্যান্ড বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রায় সহযোগী হিসেবে এক নতুন ভূমিকা পালনের প্রত্যাশা 'বীর সিমেন্ট' কর্তৃপক্ষের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন 'বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় সবসময় দেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান "বসুন্ধরা গ্রম্নপ" সবসময়েই সম্পৃক্ত ছিল এবং বেসরকারি উদ্যোগে ১৯৯৬ সালে প্রথম সিমেন্ট ইন্ডাস্ট্রির সূচনা করে। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ১২ নভেম্বর যাত্রা শুরু করে বসুন্ধরা সিমেন্ট।' তিনি আরও বলেন, 'বীরের দেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের জন্য টেকসই এক অবকাঠামো গড়তে বসুন্ধরা গ্রম্নপের নতুন সংযোজন "বীর সিমেন্ট"। আমি বীর সিমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম।'

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রম্নপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রম্নপের গভমেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিওও মো. তারিকুল ইসলাম চৌধুরী, ফাইন্যান্স হেড নূরে-আলাম-ছিদ্দিকি, হেড অব ব্যাংকিং শেখ মো. রাজিব সামাদ, হেড অব অ্যাকাউন্টস পিজিরুল আলম খাঁন, জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এজিএম মো. সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

SOURCE : যায়যায়দিন