বগুড়ার সারিয়াকান্দিতে শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে ২০ জন অসচ্ছল ও বিধবা নারী নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সেলাই মেশিন পেয়ে তারা সেলাইয়ের কাজ করে স্বাবলম্বী হতে চান এবং পরিবর্তন করতে চান তাদের জীবনের গল্প।
বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সারা দেশে বিধবা, স্বামী পরিত্যক্ত ও অসচ্ছল নারীদের সচ্ছল করতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সেখানে প্রশিক্ষণ নেওয়া ওই সব নারীকে প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেওয়া হচ্ছে।
এই সেলাই মেশিন দিয়ে স্বপ্ন পূরণ হবে তাদের। এরই ধারাবাহিতকায় বগুড়ার সারিয়াকান্দিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব হলরুমে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় শুভেচ্ছা জানান বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলুর সঞ্চালনায় ও শুভসংঘ সারিয়াকান্দির সভাপতি সুজিত সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোখছেদুল আলম, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সদস্য আমিনুল ইসলাম হিরু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দৈনিক করতোয়া সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদত জামান। এ সময় উপস্থিত ছিলেন উদীচী সারিয়াকান্দি শাখার উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা, দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক ও নিউজ২৪- এর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবু, সারিয়াকান্দি শুভসংঘের উপদেষ্টা রণজিৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক এস এম সুলতানুজ্জামান সাজু, সাংবাদিক তোফাজ্জল হোসেন, অরুপ রতন শীল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল নারীরা এবার নতুন উদ্যমে স্বপ্ন বুনবেন। যাদের সবাইকে বিনা মূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
এ উদ্যোগ তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। দেশে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন সেটি সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে।
এদিক আর্থিক অসচ্ছল এসব নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন তারা। বিনা মূল্যে সেলাই মেশিন পাওয়ায় খুশি নারীরা।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের জন্য এমন উদ্যোগ সুফল পেতে শুরু করেছে। বসুন্ধরা শুভসংঘের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ পিছিয়ে পড়া নারীদের জীবন আলোকিত করবে।’
তিনি আরো বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই প্রতিষ্ঠান। সারা দেশে এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
সেলাই মেশিন পাওয়া বিধবা নারী আকতার জাহান কনিকা বলেন, ‘স্বামী গার্মেন্টসে চাকরি করতেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে তার স্বামী পলাশ মিয়া ব্রেইন টিউমার রোগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিকা তার ২ বছরের ছেলেকে নিয়ে খুব কষ্টে তার মা-বাবার সংসারে বসবাস করছেন। মাঝে মাঝেই সংসারে তাকে বোঝা মনে হয়।’ পরে খবর পেয়ে শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণ নেন তিনি।
তিনি আরো বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমাদের বিনা মূল্যে ছয় মাস সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন আমাদের বিনা মূল্যে সেলাই মেশিনও দিয়েছে। বসুন্ধরা গ্রুপ আমাদের মতো অসচ্ছল নারীদের পাশে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তা কখনো ভাবিনি। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। দুই হাত তুলে দোয়া করি তাদের পরিবার যেন সব সময় ভালো থাকে।’
SOURCE : কালের কণ্ঠঅসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Gives Food Assistance to Underprivileged Madrasha Students
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ