কুষ্টিয়ার হরিনারায়নপুরের শিবপুরে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় সাড়ে ১২’শ রোগীকে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দোয়ারকা দাস ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলার হরিনারায়নপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজ প্রাঙ্গণে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এ চিকিৎসা সেবা প্রদান করেন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট ডা. এন্টনি এলবার্টসহ চারজন চিকিৎসক ও মোট ১৪ সদস্যের একটি দল চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরাও এ কার্যক্রমে তাদেরকে সহায়তা করেন।
সাড়ে ১২ শত রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি চোখের বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চশমা প্রদানের পাশাপাশি চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির কারণে অপারেশনের জন্য নির্বাচিত করা রোগীদের বিনা খরচে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এ সময় চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় ধলনগরের বাসিন্দা মরিয়ম আক্তার জানান, বসুন্ধরার পক্ষ থেকে ফ্রি চিকিৎসা দেওয়ায় আমরা অনেক খুশি। বাড়িতে বসেই ডাক্তার দেখানোর পাশাপাশি ফ্রি ওষুধ পাচ্ছি। এই ধরনের উদ্যোগ চলমান রাখার অনুরোধ জানান এই নারী।
হরিনারায়নপুরের বাসিন্দা আব্দুল ওহাব জানান, দীর্ঘদিন ধরে আমার চোখের ছানির সমস্যা নিয়ে ভুগছি। এতদিন টাকার অভাবে অপারেশন করতে পারিনি। বসুন্ধরার আয়োজনে আজকে এইখানে এসে ডাক্তার দেখানোর সুযোগ পেলাম। ডাক্তার বলছেন, আমার চোখের ছানি অপারেশন করা লাগবে। তারাই ব্যবস্থা করে দিবে। কোন টাকা পয়সা আমাদের দিতে হবে না। বসুন্ধরার এই উদ্যোগে এ অঞ্চলের মানুষের অনেক উপকার হচ্ছে। তিনি বসুন্ধরা গ্রুপের এই মহতী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্যাম্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্বক পালন করা আবু তৈয়ব বলেন, আমরা আজ সারাদিন এইখানে রোগী দেখার ব্যবস্থা করেছি। ৪ জন চিকিৎসকসহ সর্বমোট ১৪ জনের একটি দল ঢাকা থেকে এখানে এসেছেন। চোখের সব ধরনের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি যাদের অপারেশন করা লাগবে তাদের আমরা ঢাকায় নিয়ে ফ্রি চিকিৎসা সহায়তা, ওষুধসহ সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করবো।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনকুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Kushtia
শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Shajahanpur
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Feni
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Receive Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho